চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদের নির্বাচন ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। তাঁদের মধ্যে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিলেন বাবা মো. আশরাফ হোসেন আলিম ও ছেলে আব্দুল্লাহ আল রায়হান।
স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচনে বাবা-ছেলের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। আশরাফ হোসেন আলিম সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেও তাঁর ছেলে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আশরাফ হোসেন আলিম বলেন, ‘আমি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন করতেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। ছেলে মনোনয়নপত্র দাখিল করেছে সাপোর্ট হিসেবে।’
আব্দুল্লাহ আল রায়হান বলেন, ‘আমি কেবল পড়াশোনা শেষ করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার বাবাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিস্থিতি দেখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাবা-ছেলে ছাড়াও গোমস্তাপুর উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোসা. হালিমা খাতুন ও মোসা. মাহফুজা খাতুন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. হাসানুজ্জামান নুহু, মো. নজরুল ইসলাম, মো. মোখলেসুর রহমান, মো. দেলওয়ার হোসেন, খাইরুল আলম, ওবাইদুর রহমান ও মো. মাসুদ পারভেজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শামিমা বেগম, জোহনা খাতুন, শামিমা জাহান, মনিরা, শিরিন আক্তার ও সুলতানা খাতুন।
গোমস্তাপুর উপজেলার মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৩০ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৫৯২ জন, নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ৪৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।
প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদের নির্বাচন ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। তাঁদের মধ্যে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিলেন বাবা মো. আশরাফ হোসেন আলিম ও ছেলে আব্দুল্লাহ আল রায়হান।
স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচনে বাবা-ছেলের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। আশরাফ হোসেন আলিম সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেও তাঁর ছেলে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আশরাফ হোসেন আলিম বলেন, ‘আমি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন করতেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। ছেলে মনোনয়নপত্র দাখিল করেছে সাপোর্ট হিসেবে।’
আব্দুল্লাহ আল রায়হান বলেন, ‘আমি কেবল পড়াশোনা শেষ করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার বাবাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিস্থিতি দেখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাবা-ছেলে ছাড়াও গোমস্তাপুর উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোসা. হালিমা খাতুন ও মোসা. মাহফুজা খাতুন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. হাসানুজ্জামান নুহু, মো. নজরুল ইসলাম, মো. মোখলেসুর রহমান, মো. দেলওয়ার হোসেন, খাইরুল আলম, ওবাইদুর রহমান ও মো. মাসুদ পারভেজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শামিমা বেগম, জোহনা খাতুন, শামিমা জাহান, মনিরা, শিরিন আক্তার ও সুলতানা খাতুন।
গোমস্তাপুর উপজেলার মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৩০ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৫৯২ জন, নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ৪৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে