প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবদুল হামিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজশাহী শহরের বিনোদপুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন বাদ জোহর রাবির কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
অধ্যাপক আবদুল হামিদ বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
অধ্যাপক আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এক শোকবার্তায় দর্শন বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণায় অধ্যাপক আব্দুল হামিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপাচার্য বলেন, তাঁর মৃত্যুতে দেশ এক উঁচু মানের গবেষক, লেখক, দার্শনিক ও শিক্ষাবিদকে হারাল। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপাচার্য।
অধ্যাপক আবদুল হামিদ ১৯৪৩ সালে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার লেবুবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে ১৯৬৪ সালে বিএ এবং ১৯৬৫ সালে এমএ পাস করেন।
আব্দুল হামিদ ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৮৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। দীর্ঘ অধ্যাপনা জীবনে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তিনি বিভাগীয় সভাপতি, শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক ও রাকসুর কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবদুল হামিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজশাহী শহরের বিনোদপুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন বাদ জোহর রাবির কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
অধ্যাপক আবদুল হামিদ বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
অধ্যাপক আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এক শোকবার্তায় দর্শন বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণায় অধ্যাপক আব্দুল হামিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপাচার্য বলেন, তাঁর মৃত্যুতে দেশ এক উঁচু মানের গবেষক, লেখক, দার্শনিক ও শিক্ষাবিদকে হারাল। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপাচার্য।
অধ্যাপক আবদুল হামিদ ১৯৪৩ সালে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার লেবুবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে ১৯৬৪ সালে বিএ এবং ১৯৬৫ সালে এমএ পাস করেন।
আব্দুল হামিদ ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৮৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। দীর্ঘ অধ্যাপনা জীবনে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তিনি বিভাগীয় সভাপতি, শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক ও রাকসুর কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।
সরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
১ সেকেন্ড আগেঅভিযোগ থেকে জানা যায়, গাজিয়া গ্রামের মৃত নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে নৃপেন মন্ডল একসময় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রামে ফিরে এসে মাথায় তিলক লাগিয়ে নিজেকে ’সাধু’ হিসেবে পরিচয় দিতে থাকেন। এভাবে সবার আস্থা অর্জন করে তিনি ‘আরামকাঠি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি’-এর পরিচালক পরিচয়ে গ্রামের মানুষদের কাছ...
২৮ মিনিট আগেউল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটতে পারে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস এবং চিলাহাটি ও কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ননস্টপ ট্রেনগুলোর চলাচলে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায়
৩৪ মিনিট আগেস্থানীয়রা জানান, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তারা বাড়ির পাশেই তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
৩৬ মিনিট আগে