Ajker Patrika

সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বিএসএফ : নাহিদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৭: ৫২
চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রায় বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।  ছবি: আজকের পত্রিকা
চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রায় বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএসএফ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এখানে গ্রেনেড মারছে। বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। আমরা কিন্তু এসব আগ্রাসন আর মেনে নেব না। অনেক হয়েছে। সীমান্তে দাদাদের অনেক বাহাদুরি হয়েছে। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে।’

রোববার (৬ জুলাই) বেলা দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র শান্তিমোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে জুলাই পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা বলেন, ‘সীমান্তে যদি আর কোনো পাঁয়তারা করা হয়, আগ্রাসন চালানো হয়, আমার ভাইদের ওপরে হত্যাচেষ্টা চালানো হয়। সীমান্তে লংমার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। কিন্তু দুঃখের বিষয়—এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, বিশ্বের বুকে তুলে ধরতে, রপ্তানি করতে কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত কোনো সরকার নেয়নি।

‘চাঁপাইনবাবগঞ্জ রেশমশিল্পের জন্য বিখ্যাত। কিন্তু এই রেশমশিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা চাই—বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে। কুটির শিল্প রয়েছে। সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জবাসী দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী আন্তনগর ট্রেনের জন্য আন্দোলন করছেন। আমরা এ সমাবেশ থেকে আপনাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আহ্বান করি সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জবাসীর এ দাবি পূরণ করে নেয়।’

পদযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সংগঠক ইমরান ইমন, সদস্য আসিফ মোস্তফা জামাল, জেলার সমন্বয়ক মো. আলাউল হক প্রমুখ।

পরে এনসিপির জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে নওগাঁ জেলা থেকে পদযাত্রা শেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ষষ্ঠ দিনের জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করলে জেলার নেতা-কর্মী ফুল দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

বিশেষ বিমানে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, শিগগিরই ‘পুশইন’

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

মুরাদনগরের মা, মেয়ে ও ছেলে হত্যাকাণ্ডের হোতা চেয়ারম্যান শিমুল বিল্লাল, নেপথ্যে মাসোহারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত