Ajker Patrika

বাবার করা প্রতারণা মামলায় ছেলে গ্রেপ্তার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৪: ৪৭
বাবার করা প্রতারণা মামলায় ছেলে গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে বাবার করা প্রতারণার মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামে। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারের পর আজ বুধবার সকাল ১০টায় আসামিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. শহিদুল ইসলাম (৫০)। তিনি বদলগাছী উপজেলার জিধিরপুর গ্রামের আব্দুর রহমানের (৮০) ছেলে। এ মামলার বাদী আব্দুর রহমান।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমানের জমানো ৮ লাখ টাকার সঞ্চয়পত্র থেকে তুলে বাবার নামে স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) করার কথা ছিল তাঁর ছেলে শহিদুল ইসলামের। কিন্তু শহিদুল ইসলাম সেই টাকা তাঁর নিজের অ্যাকাউন্টে জমা করেন। বিষয়টি লোকমুখে জানতে পারেন আব্দুর রহমান। পরে তিনি ব্যাংকে খোঁজ নিয়ে এর সত্যতা পান এবং শহীদুল ইসলামের কাছে জানতে চাইলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে উভয়ের উপস্থিতিতে নন জুডিশিয়াল স্ট্যাম্পে ৪ লাখ টাকা ফেরত দেওয়ার জন্য সম্মত হন অভিযুক্ত শহীদুল ইসলাম। পরে নির্ধারিত তারিখের মেয়াদ শেষে টাকা চাইলে শহিদুল কোনো টাকা দেবেন না তাঁর বাবা আব্দুর রহমানকে জানিয়ে দেন। এ পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সকালে ভুক্তভোগী আব্দুর রহমান নিজে থানায় উপস্থিত হয়ে ছেলের বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করলে পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, ‘আমার স্ত্রীর নামে পোস্ট অফিসে ৮ লাখ টাকা জমা রাখা ছিল। এর নমিনি ছিলাম আমি। আমার স্ত্রীর মৃত্যুর পর পোস্ট অফিস থেকে সেই টাকা তুলে রূপালী ব্যাংকে আমার অ্যাকাউন্টে রাখার কথা বলে আমার ছেলে শহিদুল কৌশলে তাঁর নিজের অ্যাকাউন্টে জমা করে। আমি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে জানালে চেয়ারম্যান উভয়কে নিয়ে বসে নন জুডিশিয়াল স্ট্যাম্পে ৪ লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে। সেখানে সাক্ষী হিসেবে চেয়ারমানের স্বাক্ষর রয়েছে। মেয়াদ শেষে টাকা চাইতে গেলে শহিদুল টাকা দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। উপায় না পেয়ে আমি বদলগাছী থানায় এজাহার দায়ের করি।’

এ বিষয়ে চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, টাকা আত্মসাতের ঘটনাটি সত্য।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শহিদুল ইসলাম নামে একজনের বাবা থানায় প্রতারণার একটি মামলা দায়ের করেছেন। বাবার এজাহারের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত