নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
১ লাখ চাঁদা দাবির অভিযোগে রাজশাহীতে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন এক বিএনপি নেতা। আজ মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘থানার উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহমেদকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আসামিরা হলেন দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, জিটিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ রিপন, দৈনিক করতোয়ার রাজশাহী প্রতিনিধি রোজিনা সুলতানা ও স্থানীয় দৈনিক উপচার পত্রিকার সাংবাদিক আসগর আলী সাগর। মামলায় অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়। এটি বিএনপির নিজস্ব সমাবেশ হওয়ায় সব ক্ষেত্রে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়। সমাবেশকে সফল করতে সাংবাদিকদের জন্য মিডিয়া কার্ড ইস্যু করা হয়। অধিকাংশ সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে এই কার্ড গ্রহণ করেন।
এজাহারে আরও বলা হয়েছে, সমাবেশের আগের দিন দুপুরে নগর বিএনপির কার্যালয় থেকে এই কার্ড বিতরণ করা হয়। বাদী বজলুর রহমান মন্টু মামলার আসামিদের কার্ড দিলে তাঁরা গ্রহণ না করে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাঁকে হত্যার হুমকি দেন।
এ ছাড়া তাঁরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘খুনি’ ও ‘সাজাপ্রাপ্ত’ আসামিসহ আরও বিভিন্ন প্রকার মানহানিকর বক্তব্য দেন। এসব মানহানিকর বক্তব্য তাঁরা নিজ নিজ আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করেন বলে অভিযোগ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ওই সমাবেশ নিয়ে মিডিয়া উপকমিটি রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। সেখানেই সাংবাদিকদের জন্য আলাদা মিডিয়া কার্ড ইস্যু করার সিদ্ধান্ত হয়, যাতে স্বেচ্ছাসেবকদের সমাবেশে দায়িত্ব পালনে কোনো অসুবিধা না হয়। কিন্তু ওই কার্ডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকায় সাংবাদিকদের পক্ষ থেকে আপত্তি ওঠে।
এই বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) রাজশাহীর সাংবাদিকদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
১ লাখ চাঁদা দাবির অভিযোগে রাজশাহীতে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন এক বিএনপি নেতা। আজ মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘থানার উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহমেদকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আসামিরা হলেন দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, জিটিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ রিপন, দৈনিক করতোয়ার রাজশাহী প্রতিনিধি রোজিনা সুলতানা ও স্থানীয় দৈনিক উপচার পত্রিকার সাংবাদিক আসগর আলী সাগর। মামলায় অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়। এটি বিএনপির নিজস্ব সমাবেশ হওয়ায় সব ক্ষেত্রে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়। সমাবেশকে সফল করতে সাংবাদিকদের জন্য মিডিয়া কার্ড ইস্যু করা হয়। অধিকাংশ সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে এই কার্ড গ্রহণ করেন।
এজাহারে আরও বলা হয়েছে, সমাবেশের আগের দিন দুপুরে নগর বিএনপির কার্যালয় থেকে এই কার্ড বিতরণ করা হয়। বাদী বজলুর রহমান মন্টু মামলার আসামিদের কার্ড দিলে তাঁরা গ্রহণ না করে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাঁকে হত্যার হুমকি দেন।
এ ছাড়া তাঁরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘খুনি’ ও ‘সাজাপ্রাপ্ত’ আসামিসহ আরও বিভিন্ন প্রকার মানহানিকর বক্তব্য দেন। এসব মানহানিকর বক্তব্য তাঁরা নিজ নিজ আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করেন বলে অভিযোগ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ওই সমাবেশ নিয়ে মিডিয়া উপকমিটি রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। সেখানেই সাংবাদিকদের জন্য আলাদা মিডিয়া কার্ড ইস্যু করার সিদ্ধান্ত হয়, যাতে স্বেচ্ছাসেবকদের সমাবেশে দায়িত্ব পালনে কোনো অসুবিধা না হয়। কিন্তু ওই কার্ডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকায় সাংবাদিকদের পক্ষ থেকে আপত্তি ওঠে।
এই বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) রাজশাহীর সাংবাদিকদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীর মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার পাঁচ ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২ মিনিট আগেদেশের অবস্থা ভালো না উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের শান্তিতে রাখেন। আজ রোববার টাঙ্গাইলের সখীপুরে তৈলধারা বাজারে এক ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ মিনিট আগেরাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক (ডিডি) রোজী খন্দকারকে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দালালদের মাধ্যমে জমা দেওয়া ফাইলের কাজ আগে করা এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। বর্তমানে এ অভিযোগের তদন্ত চলছে।
১৫ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের আবেদনের পর আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ
১৬ মিনিট আগে