Ajker Patrika

চাকরি জাতীয়করণের দাবিতে ঈশ্বরদীর নকলনবিশদের কর্মবিরতি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
চাকরি জাতীয়করণের দাবিতে ঈশ্বরদীর নকলনবিশদের কর্মবিরতি

চাকরি জাতীয়করণের দাবিতে পাবনার ঈশ্বরদীর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত নকলনবিশেরা কর্মবিরতি পালন করেছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের মতো ঈশ্বরদীতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তাঁরা। এ সময় সাব-রেজিস্ট্রি অফিসের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। 

এদিকে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। 

কর্মবিরতি পালনের আগে গতকাল সকালে নকলনবিশেরা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে একত্রিত হন। এ সময় নকলনবিশেরা সাংবাদিকদের জানান, জমি বেচা-কেনা সংক্রান্ত কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তারাও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন দাবি জানানো সত্ত্বেও তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। এতে দেশের প্রায় ১৮ হাজার নকলনবিশের পরিবার-পরিজনরা ভীষণ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। 

তাঁরা আরও জানান, ১৯৫৮ সালে হাইকোর্ট, জজকোর্ট ও সরকারের অন্যান্য বিভাগে নকলনবিশদের চাকরি সরকারিকরণ হলেও রেজিস্ট্রি বিভাগে কর্মরত নকলনবিশদের চাকরি আজও পর্যন্ত সরকারিকরণ করা হয়নি। যা খুবই দুঃখজনক। 

নকলনবিশ সুজন আলী বলেন, ‘দাবি মানা না হলে আমরা আগামীতে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করব।’ 

এদিকে কর্মবিরতির চলাকালে গতকাল বুধবার ঈশ্বরদী সাব-রেজিস্ট্রি অফিসে শুধু জমি নিবন্ধন ছাড়া অন্যান্য কাজ বন্ধ থাকে। এতে ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকদের বিড়ম্বনায় পড়তে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত