Ajker Patrika

গুরুদাসপুর উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম

নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধি
গুরুদাসপুর উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

বিএনপি নেতা আব্দুল আজিজের সমর্থকেরা জানান, গ্রামের একটি জানাজা সম্পন্ন করে বাড়ি ফেরার পথে জনৈক মন্তাজের বাড়ির সামনে পৌঁছালে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল আজিজ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এখনো কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত