Ajker Patrika

মসজিদে উদ্ধার হলো গুলি-ম্যাগাজিনসহ অত্যাধুনিক শটগান 

সিরাজগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদ থেকে দুটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি শটগান খুবই অত্যাধুনিক বলে জানিয়েছেন সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। 

আজ রোববার সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে গুলি ও ম্যাগাজিনসহ আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র ও গুলি দেখতে পান কয়েকজন মুসল্লি। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। 

ওসি হুমায়ুন কবির বলেন, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে ফুলকোঁচা জামে, মসজিদে কে বা কারা অস্ত্র ও গুলি রেখে গেছে। পরে আমরা গিয়ে জব্দ তালিকা করে ঘটনাস্থল থেকে দুটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে নিয়ে আসি। শটগান দুটির মধ্যে একটা অত্যাধুনিক শটগান রয়েছে। পুলিশ লাইন থেকে অস্ত্র বিশেষজ্ঞ নিয়ে এসে এটা যাচাই করা হয়েছে। 

তিনি আরও বলেন, তবে এগুলো পুলিশের লুট হওয়া বা অন্য কোনো অস্ত্র কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সবকিছু যাচাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত