Ajker Patrika

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে আহত ইন্টার্ন চিকিৎসক, মেডিকেলে বিক্ষোভ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২৩: ০৯
ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে আহত ইন্টার্ন চিকিৎসক, মেডিকেলে বিক্ষোভ 

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাগ্‌বিতণ্ডার জেরে এক ঝালমুড়ি বিক্রেতা তাঁর পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের লিংক রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ শুরু করেছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। আহত ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান (২৬) মেডিকেলের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ফাহিম মেডিকেলের ২৫ তম ব্যাচের চিকিৎসক। তিনি ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে।

ফাহিমকে ছুরিকাঘাত করে ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীর (৫৫) ছেলে শাকিল বেপারি (২৫)। এ ঘটনার পর শাকিল পালিয়ে গেলেও তাঁর বাবা ফরিদকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।

মেডিকেল ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনের লিংক রোডে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছিলেন ফরিদ বেপারী এবং তাঁর ছেলে শাকিল। তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন ফাহিম। ঝালমুড়ি খেতে ভালো না লাগায় তিনি ঝালমুড়ির প্যাকেট দিয়ে বিক্রেতা ফরিদের মাথায় আঘাত করেন। এ সময় ফরিদের পাশে থাকা তাঁর ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।

পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর বন্ধুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ফরিদ বেপারীকে আটক করে।

এদিকে ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু করেছে মেডিকেল শিক্ষার্থীরা। তারা ঘটনার বিচারের দাবির পাশাপাশি ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।

শজিমেক শিক্ষার্থী ওয়াসিম বলেন, ‘বহিরাগত একজন মানুষ তুচ্ছ কারণে ছুরিকাঘাত করেছে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? ফুটপাতের এসব বিক্রেতারা ক্যাম্পাসের ভেতরে এসেও ব্যবসা করে। বেসরকারি অ্যাম্বুলেন্সেও কিছু বহিরাগত থাকে। কলেজ এলাকা এবং ফুটপাত থেকে সব বহিরাগতকে উচ্ছেদ করতে হবে। দ্রুত অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করতে হবে।’ 

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই সারিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। শাকিলকে ধরতে অভিযান চলছে। মেডিকেল এরিয়ায় পুলিশ মোতায়েন আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত