Ajker Patrika

তরুণীর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সাকিব আলী।ছবি: সংগৃহীত
সাকিব আলী।ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের নাম সাকিব আলী (২৪)। সদর উপজেলার বারোঘরিয়া বাদুরতলা এলাকায় তাঁর বাড়ি। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার বারোঘরিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের একটি দল।

আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫–এর রাজশাহীর উপ–অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।

এতে জানানো হয়, সাকিব আলী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে চলা সেই সম্পর্কের একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সেই সময় গোপনে নিজের মোবাইল ফোনে তরুণীর নগ্ন ছবি ধারণ করেন তিনি।

পরে বিয়ের প্রস্তাব দিলে সাকিব নানা টালবাহানায় সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তরুণী তাঁকে বিয়ের জন্য চাপ দিলে সাকিব মোবাইলে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর রাতেই র‌্যাব অভিযান চালিয়ে সাকিব আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত