Ajker Patrika

চৌহালীতে যমুনায় বিলীন বসত ভিটা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চৌহালীতে যমুনায় বিলীন বসত ভিটা

যমুনা নদীতে স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দেওয়ানগঞ্জে পাঁচটি বসত ভিটা ও দুটি তাঁত কারখানা বিলীন হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া হুমকির মুখে রয়েছে বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা যায়, কেউ ঘরের খুঁটি খুলছে, কেউবা টিনের চাল সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। নারীরা কাপড়, বিছানাপত্র ও রান্নার জিনিসপত্র নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। যমুনা পাড়ে বয়স্ক ও শিশুদের কান্নার রোল পড়েছে।

জানা যায়, যমুনা নদীতে পানি বৃদ্ধি ও কমার সময় দফায় দফায় যমুনার ভাঙন হয়েছে। তবে বেশ কয়েক দিন ধরে নদীতে পানি স্থিতিশীল থাকায় ভাঙন বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে সোমবার দুপুরে যমুনা নদীতে স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে কৃষক আমোদ আলী, আবুল কালাম, রুহুল আমিন, ইদ্রিস আলী, তারা মিয়া ও শাহ আলমের বসত ভিটা ও দুটি তাঁত কারখানা নদীতে বিলীন হয়ে যায়।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কালাম মোল্লা বলেন, ‘নদী ভাঙনের ব্যাপকতা দেখে আমরা হতবাক। একদিকে কাজ চলছে জিওব্যাগ ডাম্পিংয়ের। অপর দিকে হঠাৎ করে পাঁচটি বসত ভিটা ও তাঁত কারখানা নদীতে চলে যাওয়ায় আমরাও আতঙ্কিত। ক্ষতিগ্রস্ত সকল অসহায় পরিবারকে বিশেষ সহায়তা দেওয়া হবে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওহাব বলেন, ‘চৌহালীর দক্ষিণাঞ্চলে চরসলিমাবাদ এলাকায় ভাঙনরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ নিক্ষেপ করা হচ্ছে। তবে দেওয়ানগঞ্জের নদী ভাঙনে বসত ভিটা বিলীনের বিষয়টি জেনেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত