Ajker Patrika

বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহের সময় হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহের সময় হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীর বাগমারায় বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহের সময় হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিক্ষোভ করেন তাঁরা।

এরপর ১০ দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বাগমারার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে তাঁরা গত রোববার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, গত ২৫ আগস্ট বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে বাগমারার প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। সে সময় কিছু দুষ্কৃতকারী তাঁদের ওপর হামলা চালায়। তাতে কয়েকজন আহত হন। তাঁরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিম হোসেন, হাফিজুর রহমান, রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. আদিব, ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আমিন বারি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আনোয়ার, রাজশাহী সিটি কলেজের আবু শাকিল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুইট প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত