Ajker Patrika

ক্ষেতলালে মৎস্যচাষি ও সেচপাম্পের মালিকের জরিমানা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 
ক্ষেতলালে মৎস্যচাষি ও সেচপাম্পের মালিকের জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলালে পচা ডিম, মরা মুরগিসহ বিভিন্ন অখাদ্য ব্যবহার করার অপরাধে আবু ছালেহ নামের এক মৎস্যচাষিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া উপজেলা সেচ কমিটির নির্ধারিত সেচ চার্জ বাবদ কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অপরাধে আরও দুই সেচপাম্পের মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার উপজেলার মামুদপুর ইউনিয়নের খান্দার পুকুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

অন্যদিকে ক্ষেতলাল পৌর এলাকার ধনকুড়াইল মহল্লার সেচপাম্পের মালিক আব্দুল আউয়াল তালুকদার এবং উপজেলার আলমপুর ইউনিয়নের সুহলী গ্রামের সেচপাম্পের মালিক লুৎফর রহমানের কাছ থেকে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্প্রসারণ অফিসার আরসাদুল ইসলাম, উপজেলা সেচ কমিটির সদস্যসচিব বিএমডিএর ক্ষেতলাল জোনের সহকারী প্রকৌশলী মুনছুর আলী সরদার, ক্ষেতলাল থানার ওসি এস এম কামাল হোসাইন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষেতলাল সাবজোন ইনচার্জ নাজির হোসাইন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত