Ajker Patrika

রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ভোটের প্রচারণায় অংশ না নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ জুন ২০২৩, ১৯: ২৩
রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ভোটের প্রচারণায় অংশ না নেওয়ার নির্দেশ

নির্বাচনে অংশ নিতে পদত্যাগের পর নগর ভবন ছেড়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের ভোটে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করতে হয়নি। নির্বাচনের কাজে অনেকেই সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয় ব্যবহার করছেন। শুধু তা-ই নয়, ওয়ার্ড কার্যালয়ের কর্মচারীদেরও নির্বাচনী প্রচারের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় নির্বাচনী কাজে ওয়ার্ড কার্যালয় ব্যবহার না করা এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনের প্রচারের সঙ্গে সম্পৃক্ত না করার জন্য নির্দেশনা জারি করেছে সিটি করপোরেশন। গতকাল রোববার সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, যেকোনো নির্বাচনী প্রার্থী রাসিকের ওয়ার্ড কার্যালয় বা করপোরেশনের জনবল, সম্পদ ব্যবহার নির্বাচনী আচরণের সঙ্গে যেমন সাংঘর্ষিক, তেমনি দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী। তাই সিটি করপোরেশনের সব বিভাগ বা শাখাপ্রধান ও ওয়ার্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই যেন আসন্ন নির্বাচনী কার্যক্রমে অংশ না নেন।

এ বিষয়ে সচিব মো. মশিউর রহমান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি সিটি করপোরেশনের জনবল এবং ওয়ার্ড কার্যালয় আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়া কোনো কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে। তাই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কর্মকর্তা-কর্মচারী যেন নির্বাচনী প্রচারণায় অংশ না নেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

গ্যাসের চুলা থেকে ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি: গবেষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত