Ajker Patrika

বগুড়ায় নৈশপ্রহরীর থেঁতলানো মরদেহ উদ্ধারের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

বগুড়া বিসিক এলাকা থেকে নৈশপ্রহরী আব্দুল বাছেদের থেঁতলানো মরদেহ উদ্ধারের ঘটনায় সড়ক পরিবহন আইনের মামলায় এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইজাজুল ইসলাম আপেলের (২৫) বাড়ি সোনাতলা উপজেলার কোড়াডাঙ্গা গ্রামে। 

আজ বুধবার সারিয়াকান্দি উপজেলার ফেরীঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয় বলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানিয়েছেন। 

সূত্রের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভোর ৫টার দিকে ঘটনাস্থলের পাশে বালু সরবরাহের কাজ করছিল একটি ডাম্প ট্রাক। সেটার ধাক্কায় রাস্তার পাশে দায়িত্বরত আব্দুল বাছেদ মাথায় আঘাত পেয়ে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাকচালক ইজাজুল মরদেহ পাশের জঙ্গলে ফেলে দেয়। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আজ বুধবার সকালে গ্রেপ্তার করা হয়। 

গতকাল মঙ্গলবার সকালে বগুড়া শহরের বিসিক শিল্পনগরীর এক জঙ্গলে নৈশপ্রহরী আব্দুল বাছেদের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আলামত দেখে রাতে ট্রাকচাপায় আব্দুল বাছেদের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করে। এঘটনায় বগুড়া সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত