Ajker Patrika

ঝড়ে আম কুড়াতে গিয়ে ৪ জনের মৃত্যু

প্রতিনিধি
ঝড়ে আম কুড়াতে গিয়ে ৪ জনের মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনই শিশু। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগর চারঘাট উপজেলার কাটাখালী থানার চক কাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানান পুলিশের আরএমপি।

নিহত চারজন হলেন- আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫), কাবিল হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাবলী (৬০), মো. জনির ছেলে পরশ (৮) এবং মাহবুবের ছেলে সোহান (৮)। এ ঘটনায় আহত হয়েছে ছয় বছরের এক শিশু এবং ১৫ বছরের এক কিশোর। হতাহতদের সবার বাড়ি চক কাপাশিয়া গ্রামে। আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বিকেলে কাটাখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, বাগানে মুক্তা বেগম ও আলেয়া খাতুনের মরদেহ পড়ে আছে। বজ্রপাতের পর আহত অবস্থায় আরও চারজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের খবর তিনি জানেন না।

রামেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মো. দোলন জানান, হাসপাতালে নেওয়ার পথেই শিশু পরশ ও সোহান মারা গেছে। অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত দুই শিশুর মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান রামেক হাসপাতাল পুলিশ বক্সের এই সদস্য।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, বিকেলে ঝড়ের সময় চারঘাটের ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশে নারী ও শিশুরা আম কুড়াচ্ছিল। তখন বজ্রপাত হলে হতাহতের এই ঘটনা ঘটে। তারপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত