Ajker Patrika

ঈদের নামাজ পড়িয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইমামের

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৩, ১৯: ৪১
ঈদের নামাজ পড়িয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইমামের

ঈদের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোস্তফা কামাল নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মোকামতলা বাজারের গোল্ডেন চাইল্ড স্কুলের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইমাম শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, আজ সকালে মোকামতলা তেঁতুলতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার দ্বিতীয় জামাতে ইমামতি করেন মোস্তফা কামাল (২৭)। সেখান থেকে পার্শ্ববর্তী গ্রাম দেওনাই সাহাপুরে কোরবানির পশু জবাইয়ের জন্য মোটরসাইকেলে করে রওনা দেন তিনি। পথিমধ্যে মোকামতলা বাজারের গোল্ডেন চাইল্ড স্কুলের সামনে মহাসড়কে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এতে গুরুতর আহত হন মোস্তফা কামাল। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজন ও ইউপি সদস্য বাদল মিয়া বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমরা কারও বিরুদ্ধে অভিযোগ দিইনি।’ 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত