Ajker Patrika

বিএনপি থেকে বহিষ্কার হলেন বিএনএমের প্রার্থী মতিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২২: ৪৭
বিএনপি থেকে বহিষ্কার হলেন বিএনএমের প্রার্থী মতিন

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনয়ন নিয়ে প্রার্থী হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল মতিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। 

জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুল মতিন কাউকে না জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএমের প্রার্থী হয়েছেন। আর এ জন্যই তাঁকে বহিষ্কার করা হয়।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের কাছে বিএনএমের প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দেন আব্দুল মতিন। আব্দুল মতিন ২০১১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। 

আব্দুল মতিন বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের আগে বিএনপি থেকে পদত্যাগ করতে চাইলেও স্থানীয় নেতারা পদত্যাগপত্র গ্রহণ করেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত