Ajker Patrika

স্কুলে টিফিনের ফাঁকে ছাত্রদের কাছে গাঁজা বেচেন তিনি

লালপুর (নাটোর) প্রতিনিধি 
আপডেট : ১৪ মে ২০২৫, ২৩: ৪৭
গাঁজাসহ আটক যুবক আল আমিন। ছবি: সংগৃহীত
গাঁজাসহ আটক যুবক আল আমিন। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে স্কুলছাত্রদের কাছে গাঁজা বিক্রির অভিযোগে আল আমিন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। স্কুলের টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে ধরা পড়েন তিনি। আজ বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক যুবক উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার বলেন, মাদক কারবারি আল আমিন হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করে আসছেন। আজ বুধবার তিনি গাঁজা বিক্রি করতে স্কুলে এসেছেন, এমন খবর পেয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থেকে গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়। স্কুলের কোনো এক শিক্ষার্থী গাঁজা কেনার জন্য তাঁকে ডেকেছিল বলে আল আমিন স্বীকারোক্তি দেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, ‘আল আমিন এর আগেও স্কুলে এসে মাদক বিক্রি করেছেন বলে শুনেছি। স্কুলে যাওয়া-আসার পথে তিনি ছাত্রীদের উত্ত্যক্ত করেন বলেও শিক্ষার্থীদের কাছ থেকে আজ অভিযোগ পেয়েছি।’ তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন।

এ ব্যাপারে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, আটক আল আমিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত