Ajker Patrika

ডাকাতি করতে গিয়ে আটক ১২, ফেরত আসছে লুটের মাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৫: ২৪
ডাকাতি করতে গিয়ে আটক ১২, ফেরত আসছে লুটের মাল

রাজশাহীর কয়েকটি স্থানে গত বুধবার লুটপাট চালাতে যাওয়া কিছু তরুণকে আটক করেছে স্থানীয় জনতা। থানায় পুলিশ না থাকায় তাঁদের পিটুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

এদিকে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা থেকে লুট হওয়া জিনিসপত্র স্বপ্রণোদিত হয়ে ফেরত দিতে শুরু করেছেন লোকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রড, হাতুড়ি ও ছুরি নিয়ে পবা উপজেলার নওহাটা পিল্লাপাড়া বাজারে লুটপাট চালাতে যান ছয় তরুণ। লোকজন তাঁদের আটক করে পিটুনি দিয়ে ছেড়ে দেন।

পবার হুজরিপাড়া এলাকায় একটি দোকান ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি। রাতভর তাঁকে বেঁধে রাখা হয়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত গিয়ে এই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। 

গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে ডাকাতি করতে যাওয়া পাঁচ তরুণকে আটক করেন গ্রামবাসী। পরে তাঁদেরও ছেড়ে দেওয়া হয়।

ডাকাতের আতঙ্কে বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করে গ্রামের যুবকদের গ্রাম পাহারা দেওয়ার আহ্বান জানানো হয়। তরুণেরা রাতভর গ্রাম পাহারা দিচ্ছেন।

এদিকে গত সোমবার রাজশাহী সিটি করপোরেশন, শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান, চিড়িয়াখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালপত্র গত বুধবার সন্ধ্যা থেকে ফেরত দিতে শুরু করে লোকজন।

ডাকাতি করতে গিয়ে ধরা পড়া ব্যক্তির সঙ্গে কথা বলেন রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। ছবি: আজকের পত্রিকাসিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বলেন, ‘ফেসবুকে আহ্বান জানানো হয়, যেন লুট হওয়া মালপত্র ফেরত দেওয়া হয়। কারণ, এটি নাগরিক সেবা দেওয়ার অফিস। সব কাজ থমকে গেছে। এরপর কিছু কম্পিউটার ও চেয়ার-টেবিল ফেরত এসেছে। স্বেচ্ছাসেবীরাও পাড়া-মহল্লায় জিনিসপত্র ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছেন। তখন তাঁরা কিছু ফেরত পাচ্ছেন। এ ছাড়া সিটি করপোরেশনের ভ্যানেও কেউ কেউ কিছু মালামাল তুলে দিচ্ছেন। তবে এ পর্যন্ত ফেরত পাওয়া মালামাল লুটের তুলনায় সামান্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত