রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুলিশ ফাঁড়ির কাছে কর্তব্যরত পুলিশের সামনেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেলগেটে এই ঘটনা ঘটে। এ সময় ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী পুলিশের সাহায্য চেয়েও পাননি। পরে মামলা হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর নাম জিহাদ মোল্লা। তিনি ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তার ছিনতাইকারী বহিরাগত, নাম রাহাত।
জিহাদ মোল্লা বলেন, এক বান্ধবীকে তাঁর মেসে এগিয়ে দিয়ে চারুকলা অনুষদের রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলেন তিনি। এ সময় এক ছিনতাইকারী গলায় ছুরি ধরে তাঁর টাকা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। তা ছাড়া বিকাশে থাকা টাকাও নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এ সময় জিহাদ চিৎকার করলে ছিনতাইকারী তাঁর হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। জিহাদ চারুকলাসংলগ্ন ফাঁড়ির পুলিশ সদস্যদের কাছে সাহায্য চাইলে বলা হয়, ‘আপনাদের প্রোটেকশন দিলে আমাদের প্রোটেকশন কে দেবে?’
ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। এ সময় ছিনতাইয়ের শিকার জিহাদকে রক্ষায় এগিয়ে না যাওয়ায় শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন। পরে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মতিহার থানার ওসি সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে অতি দ্রুত ছিনতাইকারীকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন।
কিন্তু উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের আশ্বাসে আশ্বস্ত না হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তাঁরা হলে ফিরে যান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। শিক্ষার্থীরা তখন তাঁর সঙ্গেও উচ্চবাচ্য করেন। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশকে রাতেই ব্যবস্থা নিতে বলা হয় এবং তারা ছিনতাইকারীকে আটক করে। ক্যাম্পাসে ছিনতাই রোধে আরও তৎপরতা চালানো হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মামলা করার পর রাতেই অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বহিরাগত ছিনতাইকারী রাহাত। কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হয়েছেন তিনি। আগেও ক্যাম্পাসে ছিনতাই করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুলিশ ফাঁড়ির কাছে কর্তব্যরত পুলিশের সামনেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেলগেটে এই ঘটনা ঘটে। এ সময় ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী পুলিশের সাহায্য চেয়েও পাননি। পরে মামলা হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর নাম জিহাদ মোল্লা। তিনি ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তার ছিনতাইকারী বহিরাগত, নাম রাহাত।
জিহাদ মোল্লা বলেন, এক বান্ধবীকে তাঁর মেসে এগিয়ে দিয়ে চারুকলা অনুষদের রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলেন তিনি। এ সময় এক ছিনতাইকারী গলায় ছুরি ধরে তাঁর টাকা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। তা ছাড়া বিকাশে থাকা টাকাও নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এ সময় জিহাদ চিৎকার করলে ছিনতাইকারী তাঁর হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। জিহাদ চারুকলাসংলগ্ন ফাঁড়ির পুলিশ সদস্যদের কাছে সাহায্য চাইলে বলা হয়, ‘আপনাদের প্রোটেকশন দিলে আমাদের প্রোটেকশন কে দেবে?’
ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। এ সময় ছিনতাইয়ের শিকার জিহাদকে রক্ষায় এগিয়ে না যাওয়ায় শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন। পরে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মতিহার থানার ওসি সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে অতি দ্রুত ছিনতাইকারীকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন।
কিন্তু উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের আশ্বাসে আশ্বস্ত না হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তাঁরা হলে ফিরে যান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। শিক্ষার্থীরা তখন তাঁর সঙ্গেও উচ্চবাচ্য করেন। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশকে রাতেই ব্যবস্থা নিতে বলা হয় এবং তারা ছিনতাইকারীকে আটক করে। ক্যাম্পাসে ছিনতাই রোধে আরও তৎপরতা চালানো হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মামলা করার পর রাতেই অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বহিরাগত ছিনতাইকারী রাহাত। কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হয়েছেন তিনি। আগেও ক্যাম্পাসে ছিনতাই করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে