Ajker Patrika

রাজবাড়ী কারাগারের কয়েদির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী কারাগারের কয়েদির মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ওই কয়েদির নাম সাইদুর রহমান জেলাল (৬০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার ডাউকি গ্রামের বাসিন্দা। 

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম বলেন, চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানায় দায়ের করা অ্যাসিড নিক্ষেপের মামলায় সাইদুর রহমান জেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০১২ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী হওয়ায় ২০১৫ সালে তাঁকে রাজবাড়ী কারাগারে নিয়ে আসা হয়। 

তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাজবাড়ী কারাগারে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হতো। আজ শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম আরও বলেন, সাইদুর রহমান জেলালের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত