নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাশে এবং বর্তমান ইউপি সদস্যের বসতঘর ঘেঁষে করাতকল (স মিল) বসানোর অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সদস্য।
ঘটনাটি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের। অভিযোগকারী মো. জহিরুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি সদস্য। তিনি জানান, যেখানে করাতকল বসানো হচ্ছে, সেই জমিটি তাঁদের ভোগদখলীয়। বিষয়টি নিয়ে বারবার বাধা দিলেও অভিযুক্ত সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন করাতকল স্থাপন অব্যাহত রেখেছেন। বাধ্য হয়ে জহিরুল ইসলামের ছোট ভাই মো. জুয়েল পিরোজপুর কোর্টে ৪৪/৪৫ ধারায় মামলা করেন।
জহিরুল ইসলাম বলেন, ‘আমার বসতঘরের পাশেই করাতকল বসানো হচ্ছে। অপর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। এতে পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, আমাদের নিরাপত্তাও হুমকির মুখে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু শাহাদাৎ মেম্বার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও কাজ চালু রেখেছেন।’
বিষয়টি জানতে ফোন করা হলে শাহাদাৎ হোসেন বলেন, ‘জহির মেম্বারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।’ তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতঘরের পাশে করাতকল বসানো-সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি আমাকে চিনেন? আমি এলাকায় একটানা ১৩ বছর মেম্বার ছিলাম। এখন বিএনপির ইউনিয়ন সদস্যসচিব।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্থানের ২০০ মিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। এ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে বলা হয়েছে এবং করাতকলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে আদালতকে জানানো হবে।’
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাশে এবং বর্তমান ইউপি সদস্যের বসতঘর ঘেঁষে করাতকল (স মিল) বসানোর অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সদস্য।
ঘটনাটি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের। অভিযোগকারী মো. জহিরুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি সদস্য। তিনি জানান, যেখানে করাতকল বসানো হচ্ছে, সেই জমিটি তাঁদের ভোগদখলীয়। বিষয়টি নিয়ে বারবার বাধা দিলেও অভিযুক্ত সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন করাতকল স্থাপন অব্যাহত রেখেছেন। বাধ্য হয়ে জহিরুল ইসলামের ছোট ভাই মো. জুয়েল পিরোজপুর কোর্টে ৪৪/৪৫ ধারায় মামলা করেন।
জহিরুল ইসলাম বলেন, ‘আমার বসতঘরের পাশেই করাতকল বসানো হচ্ছে। অপর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। এতে পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, আমাদের নিরাপত্তাও হুমকির মুখে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু শাহাদাৎ মেম্বার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও কাজ চালু রেখেছেন।’
বিষয়টি জানতে ফোন করা হলে শাহাদাৎ হোসেন বলেন, ‘জহির মেম্বারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।’ তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতঘরের পাশে করাতকল বসানো-সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি আমাকে চিনেন? আমি এলাকায় একটানা ১৩ বছর মেম্বার ছিলাম। এখন বিএনপির ইউনিয়ন সদস্যসচিব।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্থানের ২০০ মিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। এ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে বলা হয়েছে এবং করাতকলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে আদালতকে জানানো হবে।’
আজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
১৫ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
১৯ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২১ মিনিট আগেআজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিন ইসলাম উপজেলার দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
২৪ মিনিট আগে