নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম বীথি আক্তার (১৮)। তিনি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং একই ওয়ার্ডের ছারছিনা গ্রামের ফাহিম হোসেনের স্ত্রী।
বীথি আক্তারের বাবা মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত ছয় মাস আগে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ফাহিম বিয়ে করে। ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল ওই পরিবার। যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে তারা মারধর করত। গতকাল আমার মেয়েকে মারধর করে, পরে নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। দেখি ওখানে কেউ নেই শুধু আমার মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।’
ওয়ার্ড চৌকিদার মো. মাসুম হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। যত দূর জানি দুই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা মেরে ফেলেছে বলে জানান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বীথি আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। মূলত বীথির লাশ নিয়ে হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য।
স্থানীয় ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেবকুমার বলেন, ‘হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি।’
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘লাশ থানায় আনা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।’
পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম বীথি আক্তার (১৮)। তিনি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং একই ওয়ার্ডের ছারছিনা গ্রামের ফাহিম হোসেনের স্ত্রী।
বীথি আক্তারের বাবা মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত ছয় মাস আগে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ফাহিম বিয়ে করে। ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল ওই পরিবার। যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে তারা মারধর করত। গতকাল আমার মেয়েকে মারধর করে, পরে নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। দেখি ওখানে কেউ নেই শুধু আমার মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।’
ওয়ার্ড চৌকিদার মো. মাসুম হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। যত দূর জানি দুই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা মেরে ফেলেছে বলে জানান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বীথি আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। মূলত বীথির লাশ নিয়ে হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য।
স্থানীয় ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেবকুমার বলেন, ‘হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি।’
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘লাশ থানায় আনা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূ লিলি আক্তারের (৩০) বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী
১৯ মিনিট আগেউপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল আলো বলেন, ‘জেলেদের নাম আমরা তালিকাভুক্ত করিনি। ২০০৭-০৮ সালের দিকে ওই নামগুলো তালিকাভুক্ত করা হয়েছে। ওই সময় তালিকাভুক্ত করার পর কিছু জেলে মৃত্যুবরণ করেছেন, আবার বিভিন্ন ত্রুটির কারণে ৫৫৪ জেলেকে সহায়তার কার্ড দেওয়া হয়নি। ওই তালিকা ধরেই আমরা এখনো সহায়তা দিয়ে থাকি। সরকার যদি
৩৩ মিনিট আগেওবায়দুর মাসুম বলেন, ‘আমি প্রায়ই অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে চলে আসি। আজও (রোববার) রাত ৯টার দিকে মহাখালীর অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলাম। বনানীতে চশমার দোকানে যাওয়ার কারণে কিছুটা দেরি হয়। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে আমার বাইকের...
১ ঘণ্টা আগেকয়েক দিন আগে জিহাদ কলেজ থেকে ছুটি নিয়ে টঙ্গীর বাসায় আসেন। গতকাল রোববার সন্ধ্যায় রহমান ও আরিফ হোসেন নামে দুই বন্ধুর সঙ্গে দেখা হয় জিহাদের। তাঁরা তিনজন একসঙ্গে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ছুরি নিয়ে তাঁদের পথরোধ করে। এ সময় রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে যান। জিহাদকে একা পেয়ে হাম
১ ঘণ্টা আগে