টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে এক পলিটেকনিক শিক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে এবং গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
নিহত তরুণের নাম জাহিদুল আহসান জিহাদ (১৮)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাঙ্গনাহাতি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জিহাদ পরিবারের সঙ্গে টঙ্গীর আউচপাড়া মোল্লাবাজার এলাকায় থাকতেন এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক কলেজের আরএসসি বিভাগের ছাত্র ছিলেন।
এই হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ আব্দুল্লাহ, আল আমিন ও স্বাধীন নামে তিন যুবককে আটক করেছে।
আজ সোমবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য জিহাদের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, কয়েক দিন আগে জিহাদ কলেজ থেকে ছুটি নিয়ে টঙ্গীর বাসায় আসেন। গতকাল রোববার সন্ধ্যায় রহমান ও আরিফ হোসেন নামে দুই বন্ধুর সঙ্গে দেখা হয় জিহাদের। তাঁরা তিনজন একসঙ্গে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ছুরি নিয়ে তাঁদের পথরোধ করে। এ সময় রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে যান। জিহাদকে একা পেয়ে হামলাকারীরা তাঁর ঊরুতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
আশপাশের লোকজন এগিয়ে এলে আহত জিহাদকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাতে ঢামেকে রওনা হলে পথেই তাঁর মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. হারুন অর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। রাতেই দুজনকে এবং আজ সোমবার সকালে আরও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে এবং আটক তিনজন যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে এক পলিটেকনিক শিক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে এবং গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
নিহত তরুণের নাম জাহিদুল আহসান জিহাদ (১৮)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাঙ্গনাহাতি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জিহাদ পরিবারের সঙ্গে টঙ্গীর আউচপাড়া মোল্লাবাজার এলাকায় থাকতেন এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক কলেজের আরএসসি বিভাগের ছাত্র ছিলেন।
এই হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ আব্দুল্লাহ, আল আমিন ও স্বাধীন নামে তিন যুবককে আটক করেছে।
আজ সোমবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য জিহাদের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, কয়েক দিন আগে জিহাদ কলেজ থেকে ছুটি নিয়ে টঙ্গীর বাসায় আসেন। গতকাল রোববার সন্ধ্যায় রহমান ও আরিফ হোসেন নামে দুই বন্ধুর সঙ্গে দেখা হয় জিহাদের। তাঁরা তিনজন একসঙ্গে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ছুরি নিয়ে তাঁদের পথরোধ করে। এ সময় রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে যান। জিহাদকে একা পেয়ে হামলাকারীরা তাঁর ঊরুতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
আশপাশের লোকজন এগিয়ে এলে আহত জিহাদকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাতে ঢামেকে রওনা হলে পথেই তাঁর মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. হারুন অর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। রাতেই দুজনকে এবং আজ সোমবার সকালে আরও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে এবং আটক তিনজন যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
বগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
১০ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
১ ঘণ্টা আগেআলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করতে তাঁরা। এমনকি দেশে অন্যদের এই কাজে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।
১ ঘণ্টা আগে