নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। তাঁদের অভিযোগ, নয়ন গাজী (৩৮) নামের এক যুবক তাঁদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। ওই টাকা না দেওয়ায় তাঁদের বেদম মারধর করেন নয়ন।
আজ রোববার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ননী গোপাল সরকার (৬০) ও তাঁর ছেলে শম্ভু সরকার (৪৪)। তাঁদের মধ্যে গুরুতর আহত শম্ভু সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লিমা আক্তার বলেন, ‘আহত শম্ভু সরকারের অবস্থা গুরুতর। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, ‘নয়ন গাজী কয়েক দিন ধরে আমার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছেন। কিন্তু ভয়ে বিষয়টি এত দিন কাউকে কিছু বলিনি। তা ছাড়া আমাদের কাছে নগদ কোনো টাকা–পয়সা নেই বলে জোর করে জমি লিখে দেওয়ার জন্য তিনি চাপ সৃষ্টি করছিলেন। আজ (রোববার) সকালেও একাধিকবার টাকা অথবা জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। টাকা দিতে না পারায় তিনি বাড়িতে ঢুকে আমার ভাইকে বেদম পিটিয়েছেন। পরে রাস্তায় বাবাকে পেয়ে তাঁকেও মারধর করেন। নয়ন দীর্ঘদিন ধরে আমাদের মানসিক ও শারীরিক নির্যাতন করে যাচ্ছেন।’
ননী গোপাল সরকার বলেন, ‘আমি শেখেরহাট বাজারে ছিলাম। এ সময় আমার ছেলেকে বাড়িতে ঢুকে নয়ন মারধর করছে বলে খবর আসে। পরে বাড়িতে এলে আমাকেও সে মারধর করে। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। এখন বার্ধক্যজনিত কারণে কোনো কাজ করতে পারি না। আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল দীর্ঘদিন ধরে। আমার নগদ কোনো টাকা নেই। আমি এর বিচার চাই।’
অভিযোগের বিষয়ে নয়ন গাজী বলেন, ‘ননী গোপালের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আমি ওই পরিবারের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই। এ বিষয়ে আদালতে মামলা চলছে। আজ সকালে ওই জায়গায় গাছ বিক্রি করছিলেন শম্ভু সরকার। আমি বাধা দিলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তাঁদের মারধর করা হয়নি। চিকন ধরনের কোনো কঞ্চি দিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য দেওয়া দুই-একটি পিটুনি লাগতে পারে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘চাঁদা না পেয়ে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুরের নেছারাবাদে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। তাঁদের অভিযোগ, নয়ন গাজী (৩৮) নামের এক যুবক তাঁদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। ওই টাকা না দেওয়ায় তাঁদের বেদম মারধর করেন নয়ন।
আজ রোববার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ননী গোপাল সরকার (৬০) ও তাঁর ছেলে শম্ভু সরকার (৪৪)। তাঁদের মধ্যে গুরুতর আহত শম্ভু সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লিমা আক্তার বলেন, ‘আহত শম্ভু সরকারের অবস্থা গুরুতর। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, ‘নয়ন গাজী কয়েক দিন ধরে আমার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছেন। কিন্তু ভয়ে বিষয়টি এত দিন কাউকে কিছু বলিনি। তা ছাড়া আমাদের কাছে নগদ কোনো টাকা–পয়সা নেই বলে জোর করে জমি লিখে দেওয়ার জন্য তিনি চাপ সৃষ্টি করছিলেন। আজ (রোববার) সকালেও একাধিকবার টাকা অথবা জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। টাকা দিতে না পারায় তিনি বাড়িতে ঢুকে আমার ভাইকে বেদম পিটিয়েছেন। পরে রাস্তায় বাবাকে পেয়ে তাঁকেও মারধর করেন। নয়ন দীর্ঘদিন ধরে আমাদের মানসিক ও শারীরিক নির্যাতন করে যাচ্ছেন।’
ননী গোপাল সরকার বলেন, ‘আমি শেখেরহাট বাজারে ছিলাম। এ সময় আমার ছেলেকে বাড়িতে ঢুকে নয়ন মারধর করছে বলে খবর আসে। পরে বাড়িতে এলে আমাকেও সে মারধর করে। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। এখন বার্ধক্যজনিত কারণে কোনো কাজ করতে পারি না। আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল দীর্ঘদিন ধরে। আমার নগদ কোনো টাকা নেই। আমি এর বিচার চাই।’
অভিযোগের বিষয়ে নয়ন গাজী বলেন, ‘ননী গোপালের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আমি ওই পরিবারের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই। এ বিষয়ে আদালতে মামলা চলছে। আজ সকালে ওই জায়গায় গাছ বিক্রি করছিলেন শম্ভু সরকার। আমি বাধা দিলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তাঁদের মারধর করা হয়নি। চিকন ধরনের কোনো কঞ্চি দিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য দেওয়া দুই-একটি পিটুনি লাগতে পারে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘চাঁদা না পেয়ে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
৮ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১২ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
১৩ মিনিট আগেরাজধানীর উত্তরার বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।
৩২ মিনিট আগে