Ajker Patrika

লরির চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণ, গ্যারেজের কর্মীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির খোলা চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে ১০ ফুট দূরে ছিটকে পড়ে মো. ফাহাদ (২০) নামের এক গ্যারেজকর্মী নিহত হন। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে এ বিস্ফোরণের দৃশ্যটি দেখা যায়।

নিহত ফাহাদ নোয়াখালী জেলার সুধারাম থানার কাশীপুর এলাকার বেলাল হোসেনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ জুলাই সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের নিমতলা এলাকার ‘পারভেজ মোটর ওয়ার্কশপ’ নামের এক গ্যারেজে লরির চাকায় হাওয়া দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

১ মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির খোলা চাকায় হাওয়া দেওয়ার কাজ করছিলেন গ্যারেজের কর্মী ফাহাদ। কিছুক্ষণ হাওয়া দেওয়ার পর ফাহাদ চাকা থেকে হাওয়ার সংযোগ-পাইপ খুলতে গেলেই বিকট শব্দে চাকাটি বিস্ফোরিত হয়। এতে চাকাসহ ফাহাদ ১০ ফুট দূরে ছিটকে পড়েন। ঘটনার পরপরই লরিচালক ও গ্যারেজের অন্য কর্মীরা ছুটে এসে ফাহাদের নিথর লাশ উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় আজ বুধবার সকালে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...