ডোমার (নীলফামারী) প্রতিনিধি
‘বিকালে হঠাৎ করি প্যাটোত বিশ (পেট ব্যথা) উঠে। তাড়াতাড়ি ভ্যানোত (ভ্যান) উঠি হাসপাতাল আসি। ভয়, ছিনু ডাক্তার আছে না নাই। কিন্তু হাসপাতালে আসি দেখি ডাক্তার আছে। ২০০ টাকা নিয়া ডাক্তার দেখিল। সরকারি হাসপাতালোত তো টাকা লাগে না। তার পরও টাকা নিল। টাকা নেউক, ডাক্তার তো দেখেবার পারছু।’
গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা গ্রহণ শেষে মহসিন আলী (৫৫) নামের এক রোগী আজকের পত্রিকাকে কথাগুলো জানান।
মহসিন আলী জানান, ডাক্তার বলেছে এখন থেকে শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভিজিট দিয়ে হাসপাতালে ডাক্তার দেখানো যাবে। ভিজিট দিয়েও তিনি বিকেলে ডাক্তার দেখানোর পক্ষে। তার বাড়ি হাসপাতাল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উত্তর গোমনাতিতে। সকালে হাসপাতালে বিনা মূল্যে ডাক্তার দেখানো যায়। বিকেলে কারও সমস্যা হলে রাতে ছাড়া ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরতে গভীর রাত হয়ে যায়।
চিকনমাটি এলাকার ইয়াছিন আরাফাত (২২) বলেন, ‘আমি বাথরুম থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। হাসপাতালে অর্থোপেডিকস সার্জনকে ৩০০ টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি। চেম্বারে সার্জনরা ৬০০-৭০০ টাকা ভিজিট নেন। আবার তাঁদের দেখাতে অনেক রাতে হয়ে যায়।’
মটুকপুর এলাকার রোগী তাহেরা বেগম (৪০) বলেন, ‘আমরা চাই হাসপাতালে সব সময় ডাক্তার থাকুক। তবে যেন ভিজিট নেওয়া না হয়। বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি এখনো অধিকাংশ মানুষ জানে না বলে অনেকেই অভিযোগ করেন। এই সেবা কার্যক্রমের প্রচারণা চালানো দরকার।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বারী বলেন, ‘প্রথম দিনেই ১৪ জন রোগী হয়েছে। আর বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি বিভিন্নভাবে আমরা প্রচারণা শুরু করেছি।’
‘বিকালে হঠাৎ করি প্যাটোত বিশ (পেট ব্যথা) উঠে। তাড়াতাড়ি ভ্যানোত (ভ্যান) উঠি হাসপাতাল আসি। ভয়, ছিনু ডাক্তার আছে না নাই। কিন্তু হাসপাতালে আসি দেখি ডাক্তার আছে। ২০০ টাকা নিয়া ডাক্তার দেখিল। সরকারি হাসপাতালোত তো টাকা লাগে না। তার পরও টাকা নিল। টাকা নেউক, ডাক্তার তো দেখেবার পারছু।’
গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা গ্রহণ শেষে মহসিন আলী (৫৫) নামের এক রোগী আজকের পত্রিকাকে কথাগুলো জানান।
মহসিন আলী জানান, ডাক্তার বলেছে এখন থেকে শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভিজিট দিয়ে হাসপাতালে ডাক্তার দেখানো যাবে। ভিজিট দিয়েও তিনি বিকেলে ডাক্তার দেখানোর পক্ষে। তার বাড়ি হাসপাতাল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উত্তর গোমনাতিতে। সকালে হাসপাতালে বিনা মূল্যে ডাক্তার দেখানো যায়। বিকেলে কারও সমস্যা হলে রাতে ছাড়া ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরতে গভীর রাত হয়ে যায়।
চিকনমাটি এলাকার ইয়াছিন আরাফাত (২২) বলেন, ‘আমি বাথরুম থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। হাসপাতালে অর্থোপেডিকস সার্জনকে ৩০০ টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি। চেম্বারে সার্জনরা ৬০০-৭০০ টাকা ভিজিট নেন। আবার তাঁদের দেখাতে অনেক রাতে হয়ে যায়।’
মটুকপুর এলাকার রোগী তাহেরা বেগম (৪০) বলেন, ‘আমরা চাই হাসপাতালে সব সময় ডাক্তার থাকুক। তবে যেন ভিজিট নেওয়া না হয়। বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি এখনো অধিকাংশ মানুষ জানে না বলে অনেকেই অভিযোগ করেন। এই সেবা কার্যক্রমের প্রচারণা চালানো দরকার।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বারী বলেন, ‘প্রথম দিনেই ১৪ জন রোগী হয়েছে। আর বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি বিভিন্নভাবে আমরা প্রচারণা শুরু করেছি।’
সুনামগঞ্জের যাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, ৮৬ কোটি টাকার আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং ঐতিহ্যবাহী অদ্বৈত মন্দিরের মতো স্থাপনা।
৩ মিনিট আগেচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারিবদ্ধ আটটি কফিন। প্রতিটিতে শায়িত একেকজন প্রবাসী। কিছুদিন আগেই তাঁরা হাসিমুখে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সন্তানের কপালে চুমু দিয়ে, স্ত্রীকে সন্তানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেশ ছেড়েছিলেন। মা-বাবার কাছে আরজি ছিল, ‘নিজের খেয়াল রেখো।’ কিন্তু আজ তাঁরা নিথর।
৭ মিনিট আগেদেশের রাজনীতিতে রাজধানী-লাগোয়া শিল্পনগরী গাজীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতিমধ্যে পুরো জেলায় বইছে নির্বাচনী হাওয়া। তফসিল ঘোষণার আগেই গাজীপুরের মাঠে নেমে পড়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের
১০ মিনিট আগেপুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
২ ঘণ্টা আগে