Ajker Patrika

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনা সদরের সতরশ্রী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সোমবার রাত ৮টার দিকে নেত্রকোনার সতরশ্রী পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি কাটা পড়ে মারা যান। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসআই মোবারক হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েক দিন ধরে এলাকার লোকজন তাকে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করতে দেখেছেন। তবে কেউই তাঁকে চেনেন না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...