Ajker Patrika

নেত্রকোনায় ধানখেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
রুবেল মিয়া। ছবি: সংগৃহীত
রুবেল মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় ধানখেত থেকে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধানখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে যাত্রীর সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান রুবেল। রাতে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেহি নামক বিলের পাশের ধানখেতে রুবেলের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করেছে।

উপজেলার জারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানান, ‘আজ দুপুরের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা ওই বিলের পাশে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। স্থানীয় লোকজন নিয়ে গিয়ে দেখি গলাকাটা লাশটি খেতে পড়ে রয়েছে। তবে তাঁর পা দুটি বস্তা দিয়ে বাঁধা ছিল।

নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারা রাত খুঁজেছি। আজ বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’

পূর্বধলা থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত