নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া ৬০ লাখের মধ্যে ১৬ লাখ টাকা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল সোমবার একজন ও ১০ এপ্রিল দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী (পশ্চিমপাড়া) এলাকার মোশারফ মিয়ার ছেলে মো. সোলাইমান মিয়া (৩৭), মাধবদী থানার জিতরামপুর (চরদিঘলদী) এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মো. হৃদয় (২৪) ও সদর থানার নরসিংদী পৌর এলাকার শালিধা মহল্লার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০)। এর মধ্যে বিধান মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মো. দেলোয়ার হোসেন পাঠান ও মো. শাহিন নামে নগদের দুই কর্মী টাকা নিয়ে নরসিংদী শহর থেকে রায়পুরা যাওয়ার পথে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা। এ ঘটনায় রায়পুরা থানায় মামলার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় জড়িত সন্দেহে গত ১০ এপ্রিল শিবপুরের কলেজ গেট এলাকা থেকে হৃদয় ও সোলাইমান মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ২ লাখ টাকা জব্দ করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় থেকে বিধান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে লুণ্ঠিত টাকার ১৪ লাখ টাকা জব্দ করা হয়। আজ মঙ্গলবার আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে বিধান মিয়া জানিয়েছেন ছিনতাইয়ের এ ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল।
তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। বিভিন্ন অপরাধে সোলাইমান মিয়ার বিরুদ্ধে চারটি ও মো. হৃদয়ের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় নরসিংদী শহর থেকে ৬০ লাখ টাকা নিয়ে রায়পুরা যাওয়ার পথে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ (মাহমুদনগর) এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নগদের দুই কর্মী পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)।
নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া ৬০ লাখের মধ্যে ১৬ লাখ টাকা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল সোমবার একজন ও ১০ এপ্রিল দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী (পশ্চিমপাড়া) এলাকার মোশারফ মিয়ার ছেলে মো. সোলাইমান মিয়া (৩৭), মাধবদী থানার জিতরামপুর (চরদিঘলদী) এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মো. হৃদয় (২৪) ও সদর থানার নরসিংদী পৌর এলাকার শালিধা মহল্লার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০)। এর মধ্যে বিধান মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মো. দেলোয়ার হোসেন পাঠান ও মো. শাহিন নামে নগদের দুই কর্মী টাকা নিয়ে নরসিংদী শহর থেকে রায়পুরা যাওয়ার পথে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা। এ ঘটনায় রায়পুরা থানায় মামলার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় জড়িত সন্দেহে গত ১০ এপ্রিল শিবপুরের কলেজ গেট এলাকা থেকে হৃদয় ও সোলাইমান মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ২ লাখ টাকা জব্দ করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় থেকে বিধান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে লুণ্ঠিত টাকার ১৪ লাখ টাকা জব্দ করা হয়। আজ মঙ্গলবার আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে বিধান মিয়া জানিয়েছেন ছিনতাইয়ের এ ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল।
তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। বিভিন্ন অপরাধে সোলাইমান মিয়ার বিরুদ্ধে চারটি ও মো. হৃদয়ের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় নরসিংদী শহর থেকে ৬০ লাখ টাকা নিয়ে রায়পুরা যাওয়ার পথে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ (মাহমুদনগর) এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নগদের দুই কর্মী পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩৬ মিনিট আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩৯ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪৩ মিনিট আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
১ ঘণ্টা আগে