Ajker Patrika

নরসিংদীতে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২৪, ১৬: ০৫
নরসিংদীতে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে সোনিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বংশিরদিয়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। ঘটনায় তাঁর স্বামী মো. নিশিদকে আটক করা হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন এই তথ্য জানিয়েছেন। সোনিয়া আক্তার শিবপুরের পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার বাদশা সরকারের মেয়ে।

সোনিয়ার স্বজনদের অভিযোগ, স্বামী নিশিদ পরকীয়া  করতেন। এ নিয়ে সংসারে অশান্তি হতো। তা ছাড়া বিদেশে যাওয়ার জন্য সোনিয়ার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন তিনি। আগেও সোনিয়ার পরিবার তাদের খরচে স্বামীকে ঘর করে দেওয়াসহ বিদেশে পাঠায়। কিন্তু নিশিদ কাউকে না জানিয়ে দেশে চলে আসেন। এখন আবারও বিদেশে যাওয়ার জন্য টাকা না দেওয়ায় সোনিয়াকে নির্যাতনে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা চালায় নিশিদের পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোচনার মামলা করা হবে। সোনিয়ার স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডের প্রমাণ এলে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে।

ওসি আরও বলেন, আটক নিশিদের দাবি, তাঁর স্ত্রী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রতিবেশী বা পুলিশ গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত