Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন সবুজ। ছবি: আজকের পত্রিকা
দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন সবুজ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার মামলায় স্বামী নুরুল আমিন সবুজকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল আমিন সবুজ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলী ছেলে। অন্যদিকে ভুক্তভোগী বিবি ফাতেমা (৪৫) নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফিউল্লার মেয়ে।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক কাইয়ুম খান।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় পারিবারিক কলহের জের ধরে নুরুল আমিন সবুজ তাঁর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। হত্যা ঘটনা স্বীকার করে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...