Ajker Patrika

ড্রেন থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৫: ৪৩
ড্রেন থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের (৭৫) মরদেহ ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার গন্ধবাড়িয়া গ্রামের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত শেখ আবু তালেব কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, গতকাল সন্ধ্যায় শেখ আবু তালেব বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের মসজিদে মাইকিং করে আবু তালেবের নিখোঁজের বিষয়টি ঘোষণা করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে গন্ধবাড়িয়া গ্রামের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নড়াগাতী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

মৃতের ভাতিজা মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাচ্চু বলেন, ‘আমার চাচাকে হত্যা করা হয়েছে। গত সোমবার ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে আমার চাচার প্যানেল জয়লাভ করে। এরই জেরে পরাজিত প্রার্থীরা আমার চাচাকে হত্যা করেছে। এ ছাড়া আমার চাচার কোনো শত্রু নেই। আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’ 
 
এ বিষয়ে মাউলি ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক বলেন, ‘এর আগে গ্রাম্য কোনো কোন্দল ছিল না। তবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে বেশ কয়েক দিন ধরে দুই প্যানেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুল গফুর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত