Ajker Patrika

নড়াইলে পার্কে চাঁদা আদায়ের অভিযোগে ৬ তরুণ কারাগারে

নড়াইল প্রতিনিধি
নড়াইলে পার্কে চাঁদা আদায়ের অভিযোগে ৬ তরুণ কারাগারে

নড়াইল পৌরসভা এলাকার হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কে চাঁদা আদায়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল সোমবার রাতে সদর উপজেলার আউড়িয়া ও পৌরসভা এলাকার আলাদাতপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার আউড়িয়া গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে নাঈম শিকদার (১৯), নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আইয়ুব হোসেনের ছেলে মো. রায়হান হোসেন হৃদয় (২০), মাছিমদিয়া গ্রামের তবিবর মোল্যার ছেলে অন্তর মোল্যা (১৯), ভদ্রবিলা গ্রামের আদালত মোল্যার ছেলে আকিব মোল্যা (২২) ও সবুর মোল্যার ছেলে আবিদ মাহমুদ স্রাট (২২)। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গত রোববার ডিসি পার্কে মাগুরা জেলার শালিখা উপজেলার সরসুনা গ্রামের চার বন্ধু ঘুরতে আসেন। এ সময় ৯ যুবক তাঁদের কাছে চার হাজার টাকা চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা দিতে অস্বীকার করলে ভয়ভীতি দেখান ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট কেড়ে নেন ও তাদের মোটরসাইকেল ভাঙচুর করেন। 

ওসি আরও বলেন, এ ঘটনায় গতকাল নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। এদিন রাতেই নড়াইল সদর থানা-পুলিশ ও রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত