নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের প্রেমিকাসহ চারজনকে থানায় নিয়েছে পুলিশ।
নিহত সিরাজ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে। সে চরদৌলতপুর সরস্বতী একাডেমি থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘সিরাজের লাশ ময়নাতদন্তের জন্য আজ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের প্রেমিকা এবং প্রেমিকার বাবা, মা ও ভাইকে আটক করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সিরাজের সঙ্গে একই ইউনিয়নের এক মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগসহ দেখা-সাক্ষাৎ হতো। সিরাজ তিন বিষয়ে এসএসসি পরীক্ষার দেওয়ার পর গত শনিবার রাত ৮টার দিকে নিখোঁজ হয়। তাকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
এদিকে আজ বুধবার বিকেলে ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামের একটি বাগানে বিকৃত লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যরা ওই লাশ সিরাজের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের ধারণা, সিরাজকে কৌশলে হত্যা করে মুখমণ্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে বিকৃত করে লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়।
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের প্রেমিকাসহ চারজনকে থানায় নিয়েছে পুলিশ।
নিহত সিরাজ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে। সে চরদৌলতপুর সরস্বতী একাডেমি থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘সিরাজের লাশ ময়নাতদন্তের জন্য আজ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের প্রেমিকা এবং প্রেমিকার বাবা, মা ও ভাইকে আটক করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সিরাজের সঙ্গে একই ইউনিয়নের এক মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগসহ দেখা-সাক্ষাৎ হতো। সিরাজ তিন বিষয়ে এসএসসি পরীক্ষার দেওয়ার পর গত শনিবার রাত ৮টার দিকে নিখোঁজ হয়। তাকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
এদিকে আজ বুধবার বিকেলে ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামের একটি বাগানে বিকৃত লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যরা ওই লাশ সিরাজের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের ধারণা, সিরাজকে কৌশলে হত্যা করে মুখমণ্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে বিকৃত করে লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৪ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৪ ঘণ্টা আগে