মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
‘এক টাকায় শিঙাড়া-পেঁয়াজু’ শুনেই অনেকে বিস্মিত হন। এ কথা শুনে কৌতূহলের বশে হলেও আসেন অনেকে। ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে গেলেই মিলবে এমন দৃশ্য। এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করেন প্রদীপ (৬০)। তাঁর বাড়ি একই ইউনিয়নের বড়জোড়া গ্রামে।
সরেজমিনে দেখা যায়, কঠোর লকডাউনে এলাকা ফাঁকা থাকলেও জীবিকার তাগিদে শিঙাড়া–পেঁয়াজু নিয়ে বসে আছেন প্রদীপ। ছোট একটি কাঠের চৌকির ওপর বসে ক্রেতার অপেক্ষা করছিলেন তিনি। লকডাউনে দোকানপাট বন্ধ থাকলেও জীবিকার তাগিদে দোকান বসাতে হয়েছে তাঁকে। তবে আশানুরূপ বিক্রি না হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ তাঁর চোখে-মুখে।
প্রদীপ জানান, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। নিজের সহায়-সম্পদ বলতে ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। দীর্ঘ পনেরো-ষোলো বছর ধরে হারুয়া বাজারে এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করে কোনোমতে সংসার চলে তাঁর। লকডাউনে তাও বিক্রি না হওয়ায় কষ্টে দিন চলছে তাঁর।
এ সময় এক টাকায় বিক্রির কারণ জানতে চাইলে প্রদীপ বলেন, ‘আমার এই ব্যবসা প্রায় পনেরো-ষোলো বছরের। এই দীর্ঘ সময় এক টাকায় শিঙাড়া-পেঁয়াজু বেচতে বেচতে এক টাকার শিঙাড়াওয়ালা হিসেবে আমার একটা পরিচিতি হয়ে গেছে। এক টাকার কথা শুনে কৌতূহলের বশে দূর থেকেও অনেকে ছুটে আসে। শেষ বয়সে এগুলোর দাম বাড়ালে পরিচিতি এবং সুনাম দুটোই নষ্ট হবে। তাই দাম বাড়াইনি।’
ক্রেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বর্তমানে ৫ টাকার নিচে ফকির-মিসকিনও ভিক্ষা নেয় না। সেখানে উনি এক টাকার দামের শিঙাড়া পেঁয়াজু বিক্রি করছেন। দাম কম থাকলেও ওনার খাবার অনেক সুস্বাদু। তবে লকডাউন থাকায় বিক্রি কমেছে।’
স্থানীয় বাসিন্দা কাজী রতন বলেন, ‘বিশ-পঁচিশ বছর আগেও দেখেছি প্রদীপ নিজের তৈরি মুড়ি ভাজা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন। এক যুগের বেশি সময় ধরে সে এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করছে। দাম কম থাকলেও এগুলোর মান খুবই ভালো।’
আব্দুর রহমান নামের এক বৃদ্ধ জানান, ‘এক টাকায় শিঙাড়া বেচে প্রদীপ এখন এক টাকার শিঙাড়াওয়ালা হিসেবে সবার কাছে পরিচিত। বাজারের জিনিসপত্রের দাম বাড়লেও এত অল্প টাকায় শিঙাড়া বিক্রি করে ঈশ্বরগঞ্জের ঐতিহ্যকে ধরে রেখেছে প্রদীপ।’
‘এক টাকায় শিঙাড়া-পেঁয়াজু’ শুনেই অনেকে বিস্মিত হন। এ কথা শুনে কৌতূহলের বশে হলেও আসেন অনেকে। ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে গেলেই মিলবে এমন দৃশ্য। এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করেন প্রদীপ (৬০)। তাঁর বাড়ি একই ইউনিয়নের বড়জোড়া গ্রামে।
সরেজমিনে দেখা যায়, কঠোর লকডাউনে এলাকা ফাঁকা থাকলেও জীবিকার তাগিদে শিঙাড়া–পেঁয়াজু নিয়ে বসে আছেন প্রদীপ। ছোট একটি কাঠের চৌকির ওপর বসে ক্রেতার অপেক্ষা করছিলেন তিনি। লকডাউনে দোকানপাট বন্ধ থাকলেও জীবিকার তাগিদে দোকান বসাতে হয়েছে তাঁকে। তবে আশানুরূপ বিক্রি না হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ তাঁর চোখে-মুখে।
প্রদীপ জানান, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। নিজের সহায়-সম্পদ বলতে ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। দীর্ঘ পনেরো-ষোলো বছর ধরে হারুয়া বাজারে এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করে কোনোমতে সংসার চলে তাঁর। লকডাউনে তাও বিক্রি না হওয়ায় কষ্টে দিন চলছে তাঁর।
এ সময় এক টাকায় বিক্রির কারণ জানতে চাইলে প্রদীপ বলেন, ‘আমার এই ব্যবসা প্রায় পনেরো-ষোলো বছরের। এই দীর্ঘ সময় এক টাকায় শিঙাড়া-পেঁয়াজু বেচতে বেচতে এক টাকার শিঙাড়াওয়ালা হিসেবে আমার একটা পরিচিতি হয়ে গেছে। এক টাকার কথা শুনে কৌতূহলের বশে দূর থেকেও অনেকে ছুটে আসে। শেষ বয়সে এগুলোর দাম বাড়ালে পরিচিতি এবং সুনাম দুটোই নষ্ট হবে। তাই দাম বাড়াইনি।’
ক্রেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বর্তমানে ৫ টাকার নিচে ফকির-মিসকিনও ভিক্ষা নেয় না। সেখানে উনি এক টাকার দামের শিঙাড়া পেঁয়াজু বিক্রি করছেন। দাম কম থাকলেও ওনার খাবার অনেক সুস্বাদু। তবে লকডাউন থাকায় বিক্রি কমেছে।’
স্থানীয় বাসিন্দা কাজী রতন বলেন, ‘বিশ-পঁচিশ বছর আগেও দেখেছি প্রদীপ নিজের তৈরি মুড়ি ভাজা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন। এক যুগের বেশি সময় ধরে সে এক টাকার শিঙাড়া-পেঁয়াজু বিক্রি করছে। দাম কম থাকলেও এগুলোর মান খুবই ভালো।’
আব্দুর রহমান নামের এক বৃদ্ধ জানান, ‘এক টাকায় শিঙাড়া বেচে প্রদীপ এখন এক টাকার শিঙাড়াওয়ালা হিসেবে সবার কাছে পরিচিত। বাজারের জিনিসপত্রের দাম বাড়লেও এত অল্প টাকায় শিঙাড়া বিক্রি করে ঈশ্বরগঞ্জের ঐতিহ্যকে ধরে রেখেছে প্রদীপ।’
চট্টগ্রামে ঝটিকা মিছিলে অংশ নেওয়া এক ছাত্রলীগের কর্মীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।
২০ মিনিট আগেহাতিরঝিল প্রকল্প ও পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবিতে করা মানববন্ধনে আন্দোলনকর্মী ও এক্সপ্রেসওয়ের ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। আজ রোববার কারওয়ান বাজার রেলক্রসিং-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘটনা ঘটে। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে
২৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেমহাখালীর এক বাসায় হাত-পা বেঁধে ধর্ষণ করে হত্যা করা হয় রাজধানীর দক্ষিণখানের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে। তারপর লাশ বস্তাবন্দী করে রিকশাযোগে রাতে হাতিরঝিলে ফেলা হয়। আজ রোববার রবিন ও রাব্বি মৃধা নামের দুই যুবক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এসব কথ
৪৪ মিনিট আগে