ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদরে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় সুজন হাসানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। যৌতুকের টাকার জন্য স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখে পুলিশ কনস্টেবল সুজন হাসান বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেপ্তার সুজন হাসান জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের এছাহাক আলীর ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত আছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার ভোররাতে নারায়ণগঞ্জ থেকে পুলিশ সদস্য সুজন হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথির বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নিরুপম নাগ বলেন, ‘নিহত মৌসুমী জেলার ফুলবাড়িয়া উপজেলার চর কালী বাজাইল গ্রামের আমান উল্লাহ’র মেয়ে। ২০১৮ সালে পারিবারিকভাবে পুলিশ কনস্টেবল সুজন হাসানের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজন হাসান তাঁর স্ত্রীর কাছে যৌতুকের টাকা দাবি করে।’
‘এ সব নিয়ে তাঁদের পরিবারে কলহ লেগেই থাকত। যৌতুকের টাকার জন্য নির্যাতন করায় ২০১৯ সালে মৌসুমী আক্তার তাঁর স্বামীর নামে আদালতে যৌতুক বিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় সুজন হাসান দুই মাস কারাভোগ করেন।’
‘ঘটনার দিন গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে সুজন হাসান তাঁর শ্বশুর বাড়িতে যায়। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে সুজন হাসান কৌশলে মৌসুমীকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্টা পশ্চিমপাড়া নলকুড়িয়া বিলের ধানখেতে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে সেখানেই ফেলে রেখে চলে যায়।’
‘পরদিন সকালে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্টা পশ্চিমপাড়া নলকুড়িয়া বিলের ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।’
‘এই ঘটনায় নিহতের বড় বোন মোছা. আয়েশা আক্তার ওরফে শাহনাজ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে সুজন হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সুজন হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
ময়মনসিংহ সদরে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় সুজন হাসানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। যৌতুকের টাকার জন্য স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখে পুলিশ কনস্টেবল সুজন হাসান বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেপ্তার সুজন হাসান জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের এছাহাক আলীর ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত আছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার ভোররাতে নারায়ণগঞ্জ থেকে পুলিশ সদস্য সুজন হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথির বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নিরুপম নাগ বলেন, ‘নিহত মৌসুমী জেলার ফুলবাড়িয়া উপজেলার চর কালী বাজাইল গ্রামের আমান উল্লাহ’র মেয়ে। ২০১৮ সালে পারিবারিকভাবে পুলিশ কনস্টেবল সুজন হাসানের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজন হাসান তাঁর স্ত্রীর কাছে যৌতুকের টাকা দাবি করে।’
‘এ সব নিয়ে তাঁদের পরিবারে কলহ লেগেই থাকত। যৌতুকের টাকার জন্য নির্যাতন করায় ২০১৯ সালে মৌসুমী আক্তার তাঁর স্বামীর নামে আদালতে যৌতুক বিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় সুজন হাসান দুই মাস কারাভোগ করেন।’
‘ঘটনার দিন গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে সুজন হাসান তাঁর শ্বশুর বাড়িতে যায়। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে সুজন হাসান কৌশলে মৌসুমীকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্টা পশ্চিমপাড়া নলকুড়িয়া বিলের ধানখেতে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে সেখানেই ফেলে রেখে চলে যায়।’
‘পরদিন সকালে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্টা পশ্চিমপাড়া নলকুড়িয়া বিলের ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।’
‘এই ঘটনায় নিহতের বড় বোন মোছা. আয়েশা আক্তার ওরফে শাহনাজ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে সুজন হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সুজন হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
১২ মিনিট আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
১৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
৩০ মিনিট আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৩৯ মিনিট আগে