Ajker Patrika

নকলায় বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মুত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৪, ২০: ২৬
Thumbnail image

শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মৃত্যু ও একজন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেল ৫টার দিকে টালকী ইউনিয়নের মজিদবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মজিদবাড়ি গ্রামের পারভীন আক্তার (৩৫) ও তাঁর (পারভীনের) চাচা শ্বশুর ফিরোজ মিয়া (৪০)। তাদের মধ্যে পারভীন ৩ কন্যা সন্তানের জননী ও ফিরোজ ২ সন্তানের জনক। পারভীন পেশায় গৃহিণী ও ফিরোজ পেশায় কৃষক ছিলেন। এ সময় ফিরোজের এক ছেলে রোকন মিয়া (১৩) সামান্য আহত হয়েছে।

পুলিশ জানায়, ঘূর্নিঝড় রিমালের কারণে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গত সোমবার রাত থেকে পুরো নকলা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরমধ্যে পিডিবি পরদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারলেও পল্লীবিদ্যুৎ সংযোগ চালু করে আজ বুধবার বিকেল ৫টার দিকে। সংযোগ চালু করার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে থাকা পারভীনের ঘরের সার্ভিস তার ফায়ারিং হয়ে মিটার থেকে বিচ্ছিন্ন হয়ে পারভীনের শরীরে ছিটকে পড়ে।

পারভীন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তাঁকে বাঁচাতে চাচা শ্বশুর ফিরোজ এগিয়ে আসে।

তখন সেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফিরোজকে বাঁচাতে তাঁর ছেলে রোকন এগিয়ে এলে সে সামান্য আহত হয়।

পরে এলাকাবাসি পারভীন ও ফিরোজকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত