ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে রফিকুল ইসলাম বাবলু নামে এক আমেরিকাপ্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি।
আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি ডায়েরিটি করেন।
রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।
এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।’
এদিকে জিডি ছাড়াও বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানা পুলিশ সুপার।
আমেরিকাপ্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানা থেকে আমার গ্রামের বাড়িতে পুলিশও গিয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘খোঁজখবর নিতে আমরা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য নিয়েছি।’
উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে রফিকুল ইসলাম বাবলু নামে এক আমেরিকাপ্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি।
আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি ডায়েরিটি করেন।
রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।
এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।’
এদিকে জিডি ছাড়াও বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানা পুলিশ সুপার।
আমেরিকাপ্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানা থেকে আমার গ্রামের বাড়িতে পুলিশও গিয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘খোঁজখবর নিতে আমরা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য নিয়েছি।’
উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।
লাইনের গ্যাস কিংবা সিলিন্ডার—কোনো কিছুই যেন নিরাপদ নয়। ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জে কিছুদিন পরপর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হচ্ছে। ঘটছে প্রাণহানি। এসব দুর্ঘটনার নেপথ্যে কেউ দায়ী করেন গ্যাস পাইপের লিকেজ, আবার কেউ অসচেতনতাকে। ফায়ার সার্ভিসের বার্ষিক প্রতিবেদন যাচাই করে দেখা গেছে, ২০২৪ সালে গ্যাস লিকেজ..
১ মিনিট আগেচট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত নেজাম উদ্দিন ও আবু ছালেকের সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৫ মার্চ) সাতকানিয়া থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।
৩৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অ্যাডহক (অস্থায়ী) নিয়োগ পদ্ধতি সংস্কার এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত চারজনের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের...
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীকে ‘পর্দা না করা’ নিয়ে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত ব্যক্তিকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়ে ঢাবির ১০ বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন...
১ ঘণ্টা আগে