ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবন এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর দুই পক্ষ হাসপাতালের প্রশাসনিক ভবনের আশপাশ এলাকায় অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়-বিক্রয় সিডিউল বিক্রির কার্যক্রম চলছিল। সিডিউল ক্রয় নিয়ে জেলা যুবলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুটি পক্ষের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর মধ্যে জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল সিডিউল কিনতে গেলে বাঁধা দেয় মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি নাসিম মন্ডল নিকু।
এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনার ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডারের সিডিউল বিক্রি চলছে গত এক মাস ধরে। কিন্তু মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি নাসিম মন্ডল নিকু সিডিউল বিক্রি করতে দেবেন না। আজকে আমরা জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সিডিউল কিনতে আসলে নাসিম মন্ডলের লোকজন বাধা দেয়। এসময় কিছুটা ঝামেলা হয়েছে। তবে, আমরা সিডিউল কিনেছি।’
এ বিষয়ে জানতে মহানগর স্বেচ্ছাসেবকের সহসভাপতি নাসিম মন্ডল নিকু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভদ্রভাবেই সিডিউল কিনতে গিয়েছিলাম। সিডিউল কেনার জন্য হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। এ সময় তারা এসে ঝামেলা শুরু করে দেয়।’
যুবলীগ নেতাদের অভিযোগ আপনারা তাদের সিডিউল কিনতে দিবেন না বলেই হাসপাতালে গিয়েছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা এখন অনেক কথাই বলতে পারে। তবে, আমরা কাউকে বাধা দিতে যাইনি।
যুবলীগের নেতা কর্মীরা অস্ত্র নিয়ে আসছে, হাসপাতালের সিসি ক্যামেরা দেখলেই বুঝা যাবে। কারা কি করতে আসছে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিডিউল বিক্রির নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ।’ ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তেমন কিছু ঘটেনি। এখন পরিস্থিতি শান্ত আছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘শুনেছি টেন্ডার নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবন এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর দুই পক্ষ হাসপাতালের প্রশাসনিক ভবনের আশপাশ এলাকায় অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়-বিক্রয় সিডিউল বিক্রির কার্যক্রম চলছিল। সিডিউল ক্রয় নিয়ে জেলা যুবলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুটি পক্ষের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর মধ্যে জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল সিডিউল কিনতে গেলে বাঁধা দেয় মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি নাসিম মন্ডল নিকু।
এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনার ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডারের সিডিউল বিক্রি চলছে গত এক মাস ধরে। কিন্তু মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি নাসিম মন্ডল নিকু সিডিউল বিক্রি করতে দেবেন না। আজকে আমরা জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সিডিউল কিনতে আসলে নাসিম মন্ডলের লোকজন বাধা দেয়। এসময় কিছুটা ঝামেলা হয়েছে। তবে, আমরা সিডিউল কিনেছি।’
এ বিষয়ে জানতে মহানগর স্বেচ্ছাসেবকের সহসভাপতি নাসিম মন্ডল নিকু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভদ্রভাবেই সিডিউল কিনতে গিয়েছিলাম। সিডিউল কেনার জন্য হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। এ সময় তারা এসে ঝামেলা শুরু করে দেয়।’
যুবলীগ নেতাদের অভিযোগ আপনারা তাদের সিডিউল কিনতে দিবেন না বলেই হাসপাতালে গিয়েছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা এখন অনেক কথাই বলতে পারে। তবে, আমরা কাউকে বাধা দিতে যাইনি।
যুবলীগের নেতা কর্মীরা অস্ত্র নিয়ে আসছে, হাসপাতালের সিসি ক্যামেরা দেখলেই বুঝা যাবে। কারা কি করতে আসছে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিডিউল বিক্রির নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ।’ ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তেমন কিছু ঘটেনি। এখন পরিস্থিতি শান্ত আছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘শুনেছি টেন্ডার নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
১ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
২ ঘণ্টা আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
২ ঘণ্টা আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
২ ঘণ্টা আগে