বাকৃবি প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে উন্নয়ন শুরু হয়। ফলে এ দেশ এগিয়ে গেছে, যা অন্য কোনো দেশের নেতার পক্ষেই সম্ভব ছিল না। দেশে যখন আমলাতন্ত্র শূন্য ছিল, তখন মাত্র ২১ দিনে দেশের মানুষের পুনর্বাসন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়।’
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষিবান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বাকৃবির উপাচার্য বলেন ড. লুৎফুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর সবকিছু থমকে যায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রূপান্তরিত হবে কৃষি ও কৃষকের দেশ হিসেবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুনর্গঠন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে উন্নয়ন শুরু হয়। ফলে এ দেশ এগিয়ে গেছে, যা অন্য কোনো দেশের নেতার পক্ষেই সম্ভব ছিল না। দেশে যখন আমলাতন্ত্র শূন্য ছিল, তখন মাত্র ২১ দিনে দেশের মানুষের পুনর্বাসন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়।’
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষিবান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বাকৃবির উপাচার্য বলেন ড. লুৎফুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর সবকিছু থমকে যায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রূপান্তরিত হবে কৃষি ও কৃষকের দেশ হিসেবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুনর্গঠন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
৪ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
৪ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
৫ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৫ ঘণ্টা আগে