Ajker Patrika

শেরপুরে ঈদুল আজহার জামাত কোথায় কখন

শেরপুর প্রতিনিধি
শেরপুরে ঈদুল আজহার জামাত কোথায় কখন

পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপনের লক্ষ্যে শেরপুরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল রোববার সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হবে।

শেরপুর শহরের বেশির ভাগ ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটা ও নয়টার মধ্যেই। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের পৌর ঈদগাহ মাঠে সকাল নয়টায়। এর আগে একই জায়গায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া বিরূপ থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা কালেক্টরেট জামে মসজিদে। জেলার প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহম্মদ। 

জানা গেছে, মাইসাহেবা জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল নয়টায়, চাপাতলী জেলা পরিষদ ঈদগাহ মাঠে পৌনে নয়টায়, তেরাবাজার মাদ্রাসা ঈদগাহ মাঠে সাড়ে আটটায়, ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল নয়টায়, পুলিশ লাইনস ঈদগাহ মাঠে সকাল আটটায়, নবীনগর মাদ্রাসা ঈদগাহ মাঠে সাড়ে আটটায়, দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে নয়টায়, খোয়ারপাড় শাপলা চত্বর ঈদগাহ মাঠ সকাল নয়টায়, জেলা কারাগার প্রাঙ্গণে সকাল সাড়ে আটটায়, বাগরাকসা কাজীবাড়ী ঈদগাহ মাঠে সকাল নয়টায়, বাগরাকসা তালুকদারবাড়ী জামে মসজিদে সকাল আটটায়, কসবা শাহী মসজিদ ঈদগাহ মাঠে সকাল নয়টায়, কসবা মাজার ঈদগাহ মাঠে সকাল নয়টায়, কসবা কাঠঘর ঈদগাহ মাঠে সকাল নয়টায়।

এ ছাড়া রাজার কাচারী ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, শীতলপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, ঢাকলহাটি মসজিদে নূরে সকাল সাড়ে আটটায়, সজবরখিলা মসজিদ ঈদগাহ মাঠে সকাল নয়টায়, গৌরীপুর দুখিয়া আলম ঈদগাহ মাঠে সকাল নয়টায়, দমদমা কালিগঞ্জ ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, মোবারকপুর কইনাপাড়া ঈদগাহ মাঠ সকাল সাড়ে নয়টায়, দিঘারপাড় উত্তরপাড়া ঈদগাহ মাঠ ও দিঘারপাড় কান্দাপাড়া ঈদগাহ মাঠে সকাল নয়টায়, রাজবল্লতপুর দারুন নাঈম জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম জানান, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ঈদগাহ মাঠ কমিটির সঙ্গে সমন্বয় করে এ সময় নির্ধারণ করা হয়েছে। জেলা তথ্য অফিসসহ বিভিন্ন মাধ্যমে নামাজের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত