Ajker Patrika

ময়মনসিংহে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১০: ৫৯
ময়মনসিংহে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  

ময়মনসিংহের হরিজন পল্লিতে সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অর্থসহায়তা তুলে দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। 

জানা যায়, ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে অধিক ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে ১০ হাজার টাকা এবং বাকি আংশিক ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেওয়া হয়। 

অর্থসহায়তা দেওয়ার পর মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, হরিজনেরা নগর পরিচ্ছন্নতার অন্যতম হাতিয়ার। অগ্নিকাণ্ডের ঘটনার পরই সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি। পাশাপাশি খাবার ও আর্থিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করেছি। তারা যেন ঘুরে দাঁড়াতে পারে, এ জন্য কিছু আর্থিক সহযোগিতা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোখসানা শিরীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব মুহা. জাহাঙ্গীর আলম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহব্বত আলী প্রমুখ। 

উল্লেখ্য, গত ২২ আগস্ট নগরীর হরিজন পল্লিতে সিলিন্ডার বিস্ফোরণে ১৫টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই সিটি করপোরেশন কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত