Ajker Patrika

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ছাত্রলীগ নেতার মৃত্যু

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ছাত্রলীগ নেতার মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবুল হাসান (২৫) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের চিকাজানী এলাকায় দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত বাবুল হাসান উপজেলার চরমাগুরী হাট গ্রামের আবুল মিয়ার ছেলে ও চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সানন্দবাড়িগামী একটি ট্রাক চিকাজানী এলাকায় পৌঁছালে সড়কের অপর দিক থেকে আসা বাবুল হাসানের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন বাবুল। পরে স্থানীয়রা তাঁকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, ‘এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত