নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৫টি ড্রেজার মেশিন (খননযন্ত্র) ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী পানিহাটা, তাড়ানি ও নাকুগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদের ইজারা–বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল অসাধু কিছু বালু ব্যবসায়ী। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু তোলায় ব্যবহৃত ২৫টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়।
এ ছাড়া কেউ যেন নদ থেকে অবৈধভাবে বালু পরিবহন করতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে ভেকু দিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত ও রাস্তা কেটে দেওয়া হয়েছে। এ সময় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়।
এতে ইউএনও মাসুদ রানার সঙ্গে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা, নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, প্রাম পুলিশ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাসুদ রানা বলেন, ইজারা–বহির্ভূত স্থান থেকে কেউ বালু উত্তোলন ও পরিবহন করতে পারবে না। অবৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৫টি ড্রেজার মেশিন (খননযন্ত্র) ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী পানিহাটা, তাড়ানি ও নাকুগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদের ইজারা–বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল অসাধু কিছু বালু ব্যবসায়ী। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু তোলায় ব্যবহৃত ২৫টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়।
এ ছাড়া কেউ যেন নদ থেকে অবৈধভাবে বালু পরিবহন করতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে ভেকু দিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত ও রাস্তা কেটে দেওয়া হয়েছে। এ সময় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়।
এতে ইউএনও মাসুদ রানার সঙ্গে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা, নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, প্রাম পুলিশ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাসুদ রানা বলেন, ইজারা–বহির্ভূত স্থান থেকে কেউ বালু উত্তোলন ও পরিবহন করতে পারবে না। অবৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৪ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে