Ajker Patrika

নান্দাইলে ফসলের খেত খাল-বিলে মাছ শিকারের হিড়িক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে ফসলের খেত খাল-বিলে মাছ শিকারের হিড়িক

ময়মনসিংহের নান্দাইলে টানা দুই দিনে বৃষ্টিতে ডুবে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। ফসলের খেত থই থই করছে পানিতে। এতে ব্যাপক ক্ষতিতে পড়েছেন চাষিরা। 

পানিতে মাছের ঘের ও পুকুরে পাড় উপচে নানা প্রজাতির মাছ চলে গেছে আশপাশের বিভিন্ন ধানখেত, নালা, খাল ও বিলে। আর এ স্থানগুলোতে মাছ শিকারের হিড়িক পড়েছে। কেউ জাল দিয়ে, কেউবা চল কিংবা বড়শি নিয়ে মাছ শিকার করছেন। 
 
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোয়াজ্জেমপুর, খারুয়া, শেরপুর, জাহাঙ্গীরপুর, রাজগাতি ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে শতাধিক স্থানে দেখা মিলে এমন দৃশ্যের। এদিকে মাছ শিকার দেখতে ভিড় করেন উৎসুক জনতারা। 

স্থানীয়রা জানান, ধানখেত, নালা, খাল-বিলে অথই পানি। জাল ফেললেই মাছ উঠে আসছে। তাই তাঁরা মাছ ধরতে ব্যস্ত রয়েছেন। 

মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মাছ চাষি মো. ফারুক মিয়া বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে আমার ফিশারিজ শিং, পাবদা, গুলশাসহ প্রায় ৪০-৪৫ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এতে করে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।’ 

নান্দাইল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন আজকের পত্রিকাকে বলেন, নান্দাইলে আনুমানিক ৪৫০ হেক্টর ফিশারিজ প্রায় ৯০০ মেট্রিকটন মাছের ক্ষতি হয়েছে। আমরা এ ব্যাপারে প্রতিবেদন করছি চূড়ান্ত হিসাব পড়ে জানা যাবে। আর ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের আমাদের অফিস থেকে সহযোগিতা করার সিস্টেম নাই। সরকার করলে করা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত