নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে টানা দুই দিনে বৃষ্টিতে ডুবে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। ফসলের খেত থই থই করছে পানিতে। এতে ব্যাপক ক্ষতিতে পড়েছেন চাষিরা।
পানিতে মাছের ঘের ও পুকুরে পাড় উপচে নানা প্রজাতির মাছ চলে গেছে আশপাশের বিভিন্ন ধানখেত, নালা, খাল ও বিলে। আর এ স্থানগুলোতে মাছ শিকারের হিড়িক পড়েছে। কেউ জাল দিয়ে, কেউবা চল কিংবা বড়শি নিয়ে মাছ শিকার করছেন।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোয়াজ্জেমপুর, খারুয়া, শেরপুর, জাহাঙ্গীরপুর, রাজগাতি ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে শতাধিক স্থানে দেখা মিলে এমন দৃশ্যের। এদিকে মাছ শিকার দেখতে ভিড় করেন উৎসুক জনতারা।
স্থানীয়রা জানান, ধানখেত, নালা, খাল-বিলে অথই পানি। জাল ফেললেই মাছ উঠে আসছে। তাই তাঁরা মাছ ধরতে ব্যস্ত রয়েছেন।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মাছ চাষি মো. ফারুক মিয়া বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে আমার ফিশারিজ শিং, পাবদা, গুলশাসহ প্রায় ৪০-৪৫ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এতে করে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।’
নান্দাইল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন আজকের পত্রিকাকে বলেন, নান্দাইলে আনুমানিক ৪৫০ হেক্টর ফিশারিজ প্রায় ৯০০ মেট্রিকটন মাছের ক্ষতি হয়েছে। আমরা এ ব্যাপারে প্রতিবেদন করছি চূড়ান্ত হিসাব পড়ে জানা যাবে। আর ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের আমাদের অফিস থেকে সহযোগিতা করার সিস্টেম নাই। সরকার করলে করা যাবে।’
ময়মনসিংহের নান্দাইলে টানা দুই দিনে বৃষ্টিতে ডুবে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। ফসলের খেত থই থই করছে পানিতে। এতে ব্যাপক ক্ষতিতে পড়েছেন চাষিরা।
পানিতে মাছের ঘের ও পুকুরে পাড় উপচে নানা প্রজাতির মাছ চলে গেছে আশপাশের বিভিন্ন ধানখেত, নালা, খাল ও বিলে। আর এ স্থানগুলোতে মাছ শিকারের হিড়িক পড়েছে। কেউ জাল দিয়ে, কেউবা চল কিংবা বড়শি নিয়ে মাছ শিকার করছেন।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোয়াজ্জেমপুর, খারুয়া, শেরপুর, জাহাঙ্গীরপুর, রাজগাতি ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে শতাধিক স্থানে দেখা মিলে এমন দৃশ্যের। এদিকে মাছ শিকার দেখতে ভিড় করেন উৎসুক জনতারা।
স্থানীয়রা জানান, ধানখেত, নালা, খাল-বিলে অথই পানি। জাল ফেললেই মাছ উঠে আসছে। তাই তাঁরা মাছ ধরতে ব্যস্ত রয়েছেন।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মাছ চাষি মো. ফারুক মিয়া বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে আমার ফিশারিজ শিং, পাবদা, গুলশাসহ প্রায় ৪০-৪৫ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এতে করে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।’
নান্দাইল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন আজকের পত্রিকাকে বলেন, নান্দাইলে আনুমানিক ৪৫০ হেক্টর ফিশারিজ প্রায় ৯০০ মেট্রিকটন মাছের ক্ষতি হয়েছে। আমরা এ ব্যাপারে প্রতিবেদন করছি চূড়ান্ত হিসাব পড়ে জানা যাবে। আর ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের আমাদের অফিস থেকে সহযোগিতা করার সিস্টেম নাই। সরকার করলে করা যাবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে