Ajker Patrika

নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২২: ০৫
নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী মোছা. সাথী আক্তার (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের নিজ বিল্ডিং থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোছা. সাথী আক্তার ওই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাথী আক্তারের স্বামী ও বড় ছেলে প্রবাসে থাকায় ছোট দুটি মেয়েকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। আজ শুক্রবার দুপুরের দিকে বড় মেয়ে সামিয়া আক্তার মাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গিয়ে দরজা-জানালা বন্ধ পায়। পরে ইটের সুড়ঙ্গ দিয়ে একটি কক্ষের ভেতরে মাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। বেলা ৩টায় ঘটনাস্থলে পুলিশ এসে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে। 

নিহতর বড় মেয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী সামিয়া আক্তার বলে, ‘দুপুরে মাকে খুঁজতে থাকি কোথায় পাইনি। পরে দ্বিতীয় তলায় গিয়ে দেখি রুমের সব দরজা-জানালা বন্ধ। পরে ইটের সুড়ঙ্গ দিয়ে দেখি মা ফাঁসিতে ঝুলে আছে।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আত্নহত্যা না হত্যা, ময়নাতদন্তের রির্পোট শেষে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত