দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
তিন মাস আগে ৫০ শতক জমিতে জৈব পদ্ধতিতে করলা চাষ করেন কৃষক কাজীম উদ্দিন তালুকদার। ইতিমধ্যে দুই চালান বাজারজাত করেছেন। ভবিষ্যতে আরও ৮ থেকে ১০টি চালান দেবেন। এতে খরচ মিটিয়ে প্রায় পাঁচ গুণ লাভের আশা করছেন তিনি। তাঁর এ সফলতা দেখে এই গ্রামের অন্য কৃষকরাও এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহী হচ্ছেন।
কৃষক কাজীম উদ্দিন তালুকদারের বাড়ি দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।
সরেজমিন দেখা যায়, কাজীম উদ্দিন প্রথমবারের মতো এই প্যাটার্নের মাচা তৈরি করে সারিবদ্ধভাবে বিজয় জাতের কয়েক হাজার করলাগাছ লাগিয়েছেন। প্রতিটি গাছের ডগায় মৃদু হাওয়ায় যেন দুলছে তাঁর স্বপ্ন। সবুজ পাতায় ঘেরা মাচায় থরে থরে ঝুলছে করলা। কাজীম উদ্দিন ও তাঁর স্ত্রীসহ পরিবারের শিশুরাও জমি থেকে করলা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। এ করলা নিয়ে বাজারে যেতে হচ্ছে না। করলার চাহিদা ও দাম ভালো থাকায় খেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। প্রতি মণ করলা বিক্রয় করছেন ২ হাজার টাকা দরে।
কৃষক কাজীম উদ্দিন জানান, ৫০ শতাংশ জমিতে করলা চাষে সব মিলিয়ে ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে। ভালো ফলন হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি দুই চালান বিক্রি করেছি। আরও অনেকগুলো চালান দেব। আর যে ফলন হয়েছে, চাষাবাদের সব খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকার লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি।’
কাজীম উদ্দিনের এই সাফল্য দেখে এখন আশপাশের অনেক কৃষক এ পদ্ধতিতে করলা চাষে আগ্রহী হচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও কৃষক সিরাজুল ইসলাম নামের একজন বলেন, ‘জৈব পদ্ধতিতে এই করলা চাষের ভালো ফলন দেখে আমার ভালো লেগেছে। ভাবছি আমিও তার এই পদ্ধতিতে করলা চাষ করব।’
সুলতান ফকির নামের আরও একজন কৃষক বলেন, ‘কাজীম উদ্দিনের করলা চাষে যে ফলন হয়ে, এতে বুঝছি বেশি লাভবান হওয়া যাবে। তার সফলতা আমাদের মতো কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে। আমি নিজেও ওই পদ্ধতি ব্যবহার করে করলা চাষ করব।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস বলেন, ‘এবার দুর্গাপুর উপজেলায় ৬০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। কৃষক কাজীম উদ্দিনকে ফ্রিপ প্রকল্পের আওতায় করলার প্রদর্শনী দেওয়া হয়েছে। আমরা এক বিঘার জন্য দিয়েছিলাম, কিন্তু তিনি আরও বেশি জমিতে কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে করলা চাষ করেছেন এবং সফলতাও পেয়েছে। তাঁর করলা স্বাস্থ্যের জন্য ভালো।’
তিন মাস আগে ৫০ শতক জমিতে জৈব পদ্ধতিতে করলা চাষ করেন কৃষক কাজীম উদ্দিন তালুকদার। ইতিমধ্যে দুই চালান বাজারজাত করেছেন। ভবিষ্যতে আরও ৮ থেকে ১০টি চালান দেবেন। এতে খরচ মিটিয়ে প্রায় পাঁচ গুণ লাভের আশা করছেন তিনি। তাঁর এ সফলতা দেখে এই গ্রামের অন্য কৃষকরাও এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহী হচ্ছেন।
কৃষক কাজীম উদ্দিন তালুকদারের বাড়ি দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।
সরেজমিন দেখা যায়, কাজীম উদ্দিন প্রথমবারের মতো এই প্যাটার্নের মাচা তৈরি করে সারিবদ্ধভাবে বিজয় জাতের কয়েক হাজার করলাগাছ লাগিয়েছেন। প্রতিটি গাছের ডগায় মৃদু হাওয়ায় যেন দুলছে তাঁর স্বপ্ন। সবুজ পাতায় ঘেরা মাচায় থরে থরে ঝুলছে করলা। কাজীম উদ্দিন ও তাঁর স্ত্রীসহ পরিবারের শিশুরাও জমি থেকে করলা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। এ করলা নিয়ে বাজারে যেতে হচ্ছে না। করলার চাহিদা ও দাম ভালো থাকায় খেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। প্রতি মণ করলা বিক্রয় করছেন ২ হাজার টাকা দরে।
কৃষক কাজীম উদ্দিন জানান, ৫০ শতাংশ জমিতে করলা চাষে সব মিলিয়ে ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে। ভালো ফলন হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি দুই চালান বিক্রি করেছি। আরও অনেকগুলো চালান দেব। আর যে ফলন হয়েছে, চাষাবাদের সব খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকার লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি।’
কাজীম উদ্দিনের এই সাফল্য দেখে এখন আশপাশের অনেক কৃষক এ পদ্ধতিতে করলা চাষে আগ্রহী হচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও কৃষক সিরাজুল ইসলাম নামের একজন বলেন, ‘জৈব পদ্ধতিতে এই করলা চাষের ভালো ফলন দেখে আমার ভালো লেগেছে। ভাবছি আমিও তার এই পদ্ধতিতে করলা চাষ করব।’
সুলতান ফকির নামের আরও একজন কৃষক বলেন, ‘কাজীম উদ্দিনের করলা চাষে যে ফলন হয়ে, এতে বুঝছি বেশি লাভবান হওয়া যাবে। তার সফলতা আমাদের মতো কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে। আমি নিজেও ওই পদ্ধতি ব্যবহার করে করলা চাষ করব।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস বলেন, ‘এবার দুর্গাপুর উপজেলায় ৬০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। কৃষক কাজীম উদ্দিনকে ফ্রিপ প্রকল্পের আওতায় করলার প্রদর্শনী দেওয়া হয়েছে। আমরা এক বিঘার জন্য দিয়েছিলাম, কিন্তু তিনি আরও বেশি জমিতে কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে করলা চাষ করেছেন এবং সফলতাও পেয়েছে। তাঁর করলা স্বাস্থ্যের জন্য ভালো।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ তুলে অবিলম্বে কমিটি বিলুপ্তির দাবি একাংশের নেতা-কর্মীরা। তাঁরা সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনসহ পাঁচ দফা দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ের জন্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন তাঁরা।
১ ঘণ্টা আগেআসামিদের বিরুদ্ধে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে অ্যাডহক ভিত্তিতে মোট ২২০ জনকে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ ও তাঁদের মেয়াদ বৃদ্ধির অভিযোগ আনা হয়েছে। প্রাক্তন উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলায় দরপত্র জমা না পড়ায় বাংলা ১৪৩২ সালের হাটবাজার ইজারায় ১২টি হাটবাজার খাস আদায়ে উন্মুক্ত ডাক হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের হলরুমে খাস আদায়ে এ ডাক অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩ বছরে হাটবাজার ইজারার গড় টাকার ৬ শতাংশ বৃদ্ধি ধরে সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা দরপত্র...
৩ ঘণ্টা আগে১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৮ ঘণ্টা আগে