Ajker Patrika

৮৭ জন দুস্থের চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান বরখাস্ত 

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০১: ১৬
৮৭ জন দুস্থের চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান বরখাস্ত 

দুস্থদের চাল আত্মসাতের অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

অভিযোগে জানা যায়, গত ঈদুল ফিতরে দুস্থদের জন্য সরকারি বরাদ্দের চাল চেয়ারম্যান তার নিজের লোকজন দিয়ে মাস্টার রোলে ভুয়া টিপসই দিয়ে আত্মসাৎ করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্তে নামে কর্তৃপক্ষ। এতে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে ৮৭ জন দুস্থের চাল আত্মসাৎ করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেন ইউএনও। 

 এ ছাড়া ভুক্তভোগী ও ইউপি সদস্যদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। কয়েক দফা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে গত মঙ্গলবার নায়েকপুর ইউনিয়নের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

এর আগে ২০০৩ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূঁইয়া। সেই সময়েও তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। ২০০৮ সালে দুস্থদের দুই হাজার কেজি চাল কালো বাজারে বিক্রির দায়ে জেলও খেটেছেন তিনি। পরে ২০২২ সালের ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নিয়ে চেয়ারম্যান পদে লড়ে পরাজিত হন। এ সময় চেয়ারম্যান নির্বাচিত হন হাবিবুর রহমান। পাঁচ মাস পর চেয়ারম্যান হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেলে উপনির্বাচনে তিনি চেয়ারম্যান হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত